২০ হাজার টাকার মধ্যে সেরা ৩ টি স্মার্ট ফোন

স্মার্টফোন, এখন ছোট বড় সকলের কাছেই খুবই পরিচিত একটি শব্দ। বর্তমানে এই স্মার্টফোন ব্যতীত কেউ তার একটা সেকেন্ড কল্পনা করতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রের প্রতিটি ধাপে ধাপে এখন আমাদের স্মার্টফোনের প্রয়োজন পড়ে। এটি বর্তমানে আমাদের সর্বোত্তম বিনোদন কেন্দ্র যোগাযোগকেন্দ্র কর্মক্ষেত্র এমনকি শিক্ষাক্ষেত্রেও এর ব্যবহার অতুলনীয়।

বর্তমান বিশ্বে স্মার্ট ফোন একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। তবে একসময় এই স্মার্টফোনগুলোর অত্যাধিক পরিমাণে দাম ছিল। যার ফলে চাইলেও সবাই এই স্মার্টফোন কিনতে পারত না। আবার অনেক দাম দিয়েও ভালো র‍্যাম, রোম এবং ওয়ার্ড প্রসেসর এর মোবাইল ফোন নিতে গেলে গুনতে হতো কড়া মূল্য। তবে বর্তমানে ভালো ভালো অনেক কোম্পানির এবং অনেক র‍্যাম রোম এবং ভালো ওয়ার্ড প্রসেসর মোবাইল ফোন গুলোর দাম কমে এসেছে।

২০২৪ সালে এসে আপনি যদি মাত্র ২০০০০ টাকার মধ্যে ভাল ফোন খুঁজে থাকেন তবে এই তথ্যগুলোর মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। আপনার সুবিধার জন্য ২০ হাজার টাকার মধ্যে কিছু ভাল কোম্পানির ভালো ফোনগুলোর সম্পর্কে নিচে আলোচনা হলো :-

Oppo a76

Oppo a76
এই ফোনটি গত বছর মোবাইল ফোন বাজারে এসেছে। তবে ২০ হাজার টাকার মধ্যে এই ফোনটি এখন পর্যন্ত অন্যতম একটি সেরা ফোন হিসেবে মোবাইল ফোন বাজারে স্থান করে নিয়েছে। এই দামের মধ্যে

oppo কোম্পানি বেশকিছু ফিচার প্রদান করে থাকছে। Oppo a76 এই ফোনটিতে প্রথমেই আপনি পেয়ে যাবেন 6.56 ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে। পাশাপাশি আরো পাচ্ছেন ৬ জিবি র‍্যাম । ডুয়াল  13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 8 মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা। এছাড়াও এ ডিসপ্লে তে রয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট। এছাড়াও এই ফোনটির ভেতরে স্ন্যাপড্রাগণের 680 4জি চিপ। এছাড়া ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 50000 মিলি অ্যাম্প এর ব্যাটারি। সাথে আরো পাচ্ছেন 33 ওয়াটের চার্জিং সুবিধা। এই সকল সুবিধা সহকারে oppo a76 ফোনটি আপনারা পাচ্ছেন মাত্র 19,700 টাকা।

Oppo a77

Oppo a77

Oppo কোম্পানির oppo A76 পরেই আরো একটি ফোন লঞ্চ করেছে যার নাম oppo A77.আরও উন্নত ক্যামেরা ও প্রসেসরের পরিবর্তন নিয়ে এই ফোনটি বাজারে এনেছে অপো যা খুব সহজেই ক্রেতাদের মন জয় করতে পেরেছে। এই ফোনটিতে oppo A 76 এর মতই পেয়ে যাচ্ছেন 6.56 ইঞ্চি এর এলসিডি ডিসপ্ল। তবে এই ফোনটিতে হাই রিফ্রেস রেট অনুপস্থিত। তবে এই ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের ডাইমেন্সিটি  810 চিপ।

সেই সাথে আরো পাচ্ছেন 4 জিবি র‍্যাম সাথে 128 জিবি স্টোরেজ। এই ফোনটির ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল এর একটি সেন্সর এর সাথে আছে আরো 2 মেগাপিক্সেলের একটি মনো সেন্সর। এবং সামনের ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা । এছাড়াও আরো পাচ্ছেন 50000 মিলে অ্যাম্প এর ব্যাটারি সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এত সুবিধা সহকারে এই ফোনটির দাম 20000 টাকার কিছু উপরে তবে কিছু অফারের মাধ্যমে এ ফোনটি আপনি ২০ হাজার টাকার মধ্যেই কিনে নিতে পারবেন।

Tecno camon 17P

Tecno camon 17P

টেকনো কেমন সিরিজের টেকনো ১৭পি এই ফোনটি কিছুটা পুরানো হলেও মাত্র ২০ হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটি এখন পর্যন্ত ক্রেতাদের মন জয় করে রেখেছে। এই ফোনটির জনপ্রিয়তা পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে মাত্র ২০ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ফিচার দিয়ে থাকে। এই ফোনটির সামনে আপনি পেয়ে যাচ্ছেন 6.8 এর বড় একটি উজ্জল এলসিডি ডিসপ্লে। তবে এই ফোনটিতে থাকছে না হাই রিফ্রেশ  রেট। ফোনের সাথে আরো পাচ্ছেন মিডিয়াটেকের হেলিওজি 85. এছাড়াও এ বাজেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 6 জিবি র‍্যাম।

এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই ফোনটির ক্যামেরায়। সামনের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা এই বাজেটের মধ্যে অন্যতম সেরা একটি সেলফি ক্যামেরা। এছাড়াও পেছনে থাকছে মোট 4 টি ক্যামেরা মূল 64 মেগাপিক্সেলের ক্যামেরাটি অসাধারণ সব ছবি তুলতে পারে। এতসব ফ্যাসিলিটির সাথে আরো পাচ্ছেন 5000 মিলি আমপের বড় ব্যাটারি ও 18 ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা। এত সকাল সন্ধ্যা সম্পূর্ণ টেকনো সিরিজের ক্যামন ১৭পি এই ফোনটির বর্তমান বাজার মূল্য 18,990টাকা মাত্র।

Oppo a76 এই ফোনটি কেনো আপনি নিবেন…?

এই ফোনটি যদিও কিছু দিন পুরানো তবুও এই ফোনটির চাহিদা অনেক বেশি বর্তমান মোবাইল ফোন বাজারে। oppo ফোন কোম্পানিটি বর্তমানে সকলের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি ফোন কোম্পানি। এই কোম্পানির ফোন গুলো মূলত এর সেলফি ক্যামেরার জন্য বেশি বিখ্যাত। মাত্র ২০ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন অপ্পো এ ৭৬ ফোনটি।

পারফরম্যান্সের মাধ্যমে দিক থেকেও সেরা কনফিগারেশন দিচ্ছে এই ফোনটি। মিট বাজেটের মধ্যে চিপ হিসেবে এটি যথেষ্ট শক্তিশালী ও দৈনন্দিন কাজ বাটকটা গেমিং করা যায় সহজেই। সব মিলিয়ে খুব স্মোড একটি অভিজ্ঞতা হবে আপনার এই ফোনটি ব্যবহারের মাধ্যমে। এ বাজেট অনুযায়ী ঠিকঠাক ছবি তোলা যায় এই ফোনটির মাধ্যমে। এছাড়াও এই ফোনের অন্যতম আকর্ষণীয় দিক এর চার্ট সিস্টেম ও ব্যাকআপ।

যেহেতু এই ফোনটির ব্যাটারি অনেক শক্তিশালী সাথে ফার্স্ট চার্জিং সুবিধা দিচ্ছে সেক্ষেত্রে অনেকক্ষণ ব্যাকআপ ও সেই সাথে দ্রুত চার্জ করা যায় এ ফোনটির মাধ্যমে। এছাড়াও বাজে দিক থেকে ফোনটি ডিজাইন ও লোক বেশ সুন্দর। তাই আপনি যদি মাত্র ২০ হাজার টাকার মধ্যে ভালো মানের ‍্যাম রোম স্টোরেজ ব্যাটারী ফ্যাসিলিটি ক্যামেরা এবং উজ্জ্বল ডিসপ্লে সাথে পর্যাপ্ত ব্যাকআপ এবং দ্রুত চার্জিং সিস্টেম পেতে চান সেক্ষেত্রে অবশ্যই এই ফোনটি আপনার জন্য। 

ফোন নির্বাচনের ক্ষেত্রে কেন আপনি Oppo a77 এই ফোনটি নির্বাচন করবেন…?

আগেই বলেছি oppo ফোন কোম্পানিটি ব্যাপক হরে ক্রেতাদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। আর এর মূল আকর্ষণ হচ্ছে তার ক্যামেরা ফ্যাসিলিটি। তবে oppo কোম্পানির A76 এর চেয়েও আরও উন্নত ক্যামেরা ও প্রসেসরের পরিবর্তন নিয়ে oppo A77 এই ফোনটি বাজারে আসার সাথে সাথেই ক্রেতাদের মন জয় করে নিয়েছে। এই মডেলটি আগের মতই ডিসপ্লে দিলেও এখানে থাকছে না হাই রিফ্রেশ রেট।

আবার যারা প্রসেসর হিসেবে মিডিয়াটেক পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি খুবই পছন্দনীয় হবে বলে মনে করছি এর কারণ হচ্ছে এই ফোনের প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের ডাইমেন্সিটি। তবে এটি সমানভাবে শক্তিশালী এবং সকল দৈনন্দিন কাজ ও গেমিং খুবই সহজে সামলাতে সক্ষম। তবে এই oppo A77 এর ক্যামেরা সেকশনে এসেছে উন্নতি। এই ফোনের ক্যামেরা পারফরম্যান্স বাজেট অনুযায়ী বেশ উপরের দিকেই থাকবে।

সেই সাথে এই ফোনের বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জের সুবিধা ফোনটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে ক্রেতাদের কাছে। তাই আপনি যদি ২০ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো মানের ক্যামেরা সম্পূর্ণ সেই সাথে বড় ব্যাটারি ফাস্ট চার্জিং এবং মিডিয়াটেক এর ডায়মেন্সিটি চেয়ে থাকেন সে ক্ষেত্রে আপনি এই ফোনটি নির্বাচন করতে পারেন।

মাত্র ২০ হাজার টাকার মধ্যে Tecno camon 17P এই ফোনটি কেন আপনার জন্য উত্তম হবে…?

টেকনো কোম্পানিটি প্রথম থেকেই অল্প দামের মধ্যে ভালো ফ্যাসিলিটি সম্পূর্ণ ফোন ক্রেতাদের কাছে নিয়ে এসেছে। ক্রেতাদের সকল প্রকার চাহিদা এবং বাজেটের কথা মাথায় রেখে এই কোম্পানিটি তাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি সম্পন্ন ফোনগুলো মোবাইল ফোন বাজারে নিয়ে আসে। তবে শুধু যে লো বাজেটের ফোন আছে টেকনো কোম্পানিতে তা নয় এ ব্যতীত অনেক হাই বাজেটের কোন এই কোম্পানি লঞ্চ করেছে।

তবে মাত্র ২০ হাজার টাকার মধ্যে ভালো ফ্যাসিলিটি সম্পূর্ণ ফোন লঞ্চ করেছে যার নাম টেকনো ক্যামন 17p। টেকনোর কেমন ফ্রিজ বাজেটের সেরা ক্যামেরা দেওয়ার জন্য অত্যন্ত জনপ্রিয় এই ফোনটি ছেলেদের কাছে । তবে এই ফোনটি কিছুটা পুরাতন। তবে মাত্র ২০ হাজার টাকা বাজেটের মধ্যে অন্যতম সেরা একটি জায়গা নিয়েছে ক্রেতাদের কাছে। এছাড়াও এই ফোনের ক্যামেরা এর জন্য এই ফোনটি সকলের কাছে পরিচিত । এর পাশাপাশি পারফরমেন্সের দিক থেকেও পিছিয়ে নেই ফোনটি ।

গেমিং দৈনন্দিন কাজে এই চিপ বেশ ভালো পারফর্ম করছে। ফোনের সব থেকে আকর্ষণীয় দিক হচ্ছে এর উভয় দিকের ক্যামেরা। এই ফোনের সেলফি ক্যামেরাটি এ বাজেটের অন্যতম সেরা সেলফি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা। খুবই সার্ক ও সুন্দর ছবি তুলতে পারে এই ক্যামেরাটি । এছাড়াও পিঠের ক্যামেরাও অসাধারণ সব ছবি তুলতে পারে নাইট মোডেও এই ক্যামেরা বেশ ভালো পারফর্ম করে। কাজেই যারা মাত্র ২০ হাজার টাকা দামের মধ্যে ভালো ক্যামেরা সহ ফোন করছেন তাদের এই ফোনটি সেরা পছন্দ হতে পারে।

এই ফোনগুলো কোথায় পাবেন

অনলাইন  : Daraz, Evaly, Pickaboo, Chaldal-এর মতো অনলাইন শপ থেকে ফোন কিনতে পারেন।
অফলাইন : সিঙ্গাপুর মার্কেট, মিরপুর মার্কেট, মৌচাক বাজার-এর মতো মোবাইল বাজার থেকে ফোন কিনতে পারেন।

ফোন নির্বাচনের পূর্বে বিবেচ্য বিষয় গুলো:-

প্রয়োজন: আপনার প্রয়োজন অনুসারে ফোন কিনুন। যদি গেমিং করতে চান, তাহলে ভালো প্রসেসর ও RAM থাকা ফোন কিনতে হবে। আবার, ছবি তোলার জন্য ভালো ক্যামেরার ফোন কিনতে হবে।

ব্র্যান্ড: বাজারে অনেক ব্র্যান্ডের ফোন পাওয়া যায়। ব্র্যান্ডের চেয়ে ফোনের স্পেসিফিকেশন ও ফিচার বিবেচনা করা উচিত।স্পেসিফিকেশন: প্রসেসর, RAM, ROM, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে ইত্যাদি স্পেসিফিকেশন ভালো করে দেখে নিন।

সতর্কতা:-

মাত্র ২০ হাজার টাকার মধ্যে আপনি আরো বিভিন্ন ফোন কোম্পানির ফোন পেয়ে যাবেন। তবে এই ফোনগুলো বহুল পরিচিত এবং এই ফোনগুলোর সুবিধা সবচেয়ে ভালো হওয়ায় এ ফোনগুলো সম্পর্কে আলোচনা করা হলো। তবে একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু মাত্র ২০ হাজার টাকা বাজেটের ফোন সে ক্ষেত্রে আপনি যদি এই ফোনের সুযোগ সুবিধা গুলোর মধ্যে ৩০-৪০ হাজার টাকা দামের ফোনগুলোর ফেসিলিটি চেয়ে থাকেন সে ক্ষেত্রে সেটি তো আপনাকে দেওয়া সম্ভব না।

তবে মাত্র ১০ হাজার টাকা মূল্যের এই ফোনগুলোর ফেসিলিটি অত্যাধিক পরিমাণে ভালো বলে আমি মনে করি। সাধারণ মানুষের ব্যবহারের জন্য এই ফোনগুলো ভালো সার্ভিস দিয়ে থাকে। আপনি যদি সবসময় হিউজের জন্য ২০ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো ফোন খুজে থাকেন তবে আলোচনা থেকে অবশ্যই আপনি উপকৃত হবেন। তবে বলে রাখা ভালো মোবাইল ফোনের এ প্রাইস গুলো উঠানামা করতে থাকে সে ক্ষেত্রে সর্বশেষ আপডেট জেনে তারপরে আপনি মোবাইল ফোনটি ক্রয় করার সিদ্ধান্ত নিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রবাসী বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url