১০ টি সেরা এইচপি প্রিন্টার ২০২৪| Top 10 hp printer in 2024
মানুষের চাহিদা যত বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে প্রিন্টারের ব্র্যান্ড এবং মডেলের সংখ্যাও বেড়ে চলেছে। আমরা সবাই জানি প্রিন্টার এমন একটা যন্ত্র, যেটা ব্যবহার করে কম্পিউটারের সহযোগিতা নিয়ে সরাসরি কোন লেখা বা ছবিকে কাগজে পরিণত করা সম্ভব হয়। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কাগজপত্র গুলো ডুবলিকেটের জন্য অর্থাৎ কপি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রিন্টার।
ব্যক্তিগতভাবে মানুষ নিজস্ব কাজের জন্য এই যন্ত্রটি সাধারণত কেনেন না। তবে যদি কারো প্ল্যানিং থেকে থাকে যে, পেশা হিসেবে প্রিন্টিং এর কাজ বেছে নেবেন সেক্ষেত্রে ভালো প্রিন্টার সংগ্রহ করার প্রয়োজন পড়ে। বর্তমান বাজারে কম দামে ভালো প্রিন্টার পাওয়া অনেক কষ্টসাধ্য বিষয় বলা যায়।
কেননা উন্নত ফিচার এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণে প্রিন্টারের দাম দিন দিন বেড়ে চলেছে। এজন্য অনেকেই ২০২৪ সালে কম দামে সেরা এইচপি প্রিন্টার এর দাম ও নাম জানতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাই আজকের এই নিবন্ধে আমরা হাতেগোনা ১০ টি সেরা এইচপি প্রিন্টার ২০২৪ নিয়ে আলোচনা করব। তো আসুন বাংলাদেশের সেরা প্রিন্টার এর মূল্য তালিকা এবং সেগুলোর স্পিসিফিকেশন সম্পর্কে অবগত হওয়া যাক ।
১০ টি সেরা এইচপি প্রিন্টার ২০২৪ | ২০২৪ সালে কম দামে সেরা ১০ টি প্রিন্টার এর নাম
২০২৪ সালের জন্য সেরা ১০ টি HP প্রিন্টার বিভিন্ন ফিচার ও পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়েছে। নিচে উল্লেখিত প্রিন্টার গুলো বাসা ও অফিসে ব্যবহারের জন্য উপযোগী এবং প্রিন্ট কোয়ালিটি, ওয়ারলেস সুবিধা সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি সাপোর্ট করে থাকে। যথা —
HP D1112 Deskjet Ink Printer
HP Inkjet D2132 All in One Printer
HP DeskJet 2623 All in One Printer (Y5H69A)
HP DeskJet Ink Advantage 4675 All in One Printer
HP LaserJet M211dw Single Function Laser Printer
HP LaserJet Pro 4001DN Printer
HP Smart Tank 516 Wireless All-in-One Printer
HP Laser MFP 135W Multifunction Mono Laser Printer
HP Laser MFP 135a Multifunction Printer
HP LaserJet Pro M404DW Wi-Fi Printer
সেরা এইচপি প্রিন্টারের দাম ও স্পেসিফিকেশন
আপনি যদি উল্লেখিত এই এইচপি প্রিন্টার গুলো কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই উল্লেখিত স্পেসিফিকেশনগুলো ভালোভাবে জেনে মিলিয়ে নিতে ভুলবেন না। কেননা বর্তমান বাজারে এমন অনেক এইচপি প্রিন্টার বের হয়েছে। তাই আপনি যদি একটা থেকে আরেকটা কে আলাদা করতে চান এর বিশেষত্ব সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এগুলো মিলিয়ে নেওয়া জরুরি।
HP D1112 Deskjet Ink Printer
HP D1112 Deskjet Ink Printer বাজারে বর্তমানে খুব বেশি চলছে। আপনি যদি বাসার কাজের জন্য কোন ধরনের প্রিন্টার কিনতে চান তাহলে নিঃসন্দেহে এটা সিলেক্ট করতে পারেন। এর জন্য মোটামুটি আপনার খরচ পড়বে মাত্র ২৭০০ টাকা।
Specification
HP Inkjet D2132 All in One Printer
পারফেকশনের দিক তুলনা করে তালিকার দুই নম্বরের রয়েছে HP Inkjet D2132 All in One Printer, যেটা বর্তমানে খুবই পরিচিত ও জনপ্রিয়। এর কালার কোয়ালিটি অসম্ভব সুন্দর। কিন্তু এর আবার সাধারণ কিছু অসুবিধাও রয়েছে। যাই হোক আপনি যদি স্পেসিফিকেশনগুলো জেনে নেন সেক্ষেত্রে বুঝে উঠতে পারবেন এটা আপনার কাজের জন্য উপযুক্ত কিনা!
HP DeskJet 2623 All in One Printer (Y5H69A)
মাত্র ৪ হাজার ৩০০ টাকায় সেরা এইচপি প্রিন্টার হিসেবে কিনতে পারবেন HP DeskJet 2623 All in One Printer (Y5H69A), যেটার ওয়ারেন্টি এক বছর এছাড়াও এর রয়েছে আলাদা কিছু সুযোগ সুবিধা। যদি আপনি আপনার প্রয়োজনীয় কাজের জন্য প্রিন্টার কিনতে চান তাহলে নিঃসন্দেহে এটা কিনে ফেলতে পারেন। এর জন্য স্পেসিফিকেশনগুলো পড়ুন ।
HP DeskJet Ink Advantage 4675 All in One Printer
অনেক অনেক প্রিন্টারের মধ্যে এইচপি মডেলের প্রিন্টার হিসেবে খ্যাতি অর্জন করেছে HP DeskJet Ink Advantage 4675 All in One Printer, যেটাতে প্রিন্ট করার জন্য কোন ধরনের কালি খরচ করার প্রয়োজন পড়ে না। এর দাম মোটামুটি ১০ হাজার টাকা। আপনি যদি এর স্পেসিফিকেশনগুলো সম্পর্কে অবগত হন সেক্ষেত্রে আরো ভালোভাবে এর কার্যকারিতা ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাবেন।
HP LaserJet M211dw Single Function Laser Printer
১০ টি সেরা এইচপি প্রিন্টার ২০২৪ এর তালিকায় আরো রয়েছে HP LaserJet M211dw Single Function Laser Printer, যার বাজার মূল্য মোটামুটি পঁচিশ হাজার টাকা।
Specification
HP LaserJet Pro 4001DN Printer
HP LaserJet Pro 4001DN Printer টিও ২০২৪ সালের সেরা এইচপি প্রিন্টার গুলোর মধ্যে একটি। যেটার ফিচার, সুবিধার কথা বিবেচনা করলে এর দাম বলা যায় অনেকটাই রিজনেবল। আপনি যদি এর স্পেসিফিকেশনগুলো জানেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক আপনার কাজের জন্য যদি আপনি এই প্রিন্টার কিনতে চান সেক্ষেত্রে টোটাল খরচ পড়বে ২২ হাজার ৫০০ টাকা। কখনো কখনো এর থেকে কম প্রাইজে আপনি সংগ্রহ করতে পারবেন যখন ডিসকাউন্ট অফার চলে।
HP Smart Tank 516 Wireless All-in-One Printer
তালিকার ৮ নম্বরে রয়েছে এইচপি স্মার্ট ট্র্যাঙ্ক ৫১৬ ওয়্যারলেস প্রিন্টার। যেটার বাজার মূল্য মোটামুটি ১৬ হাজার ৫০০ টাকা।
HP Laser MFP 135W Multifunction Mono Laser Printer
HP Laser MFP 135W Multifunction Mono Laser Printer এর সম্ভাব্য প্রাইজ ২৩ হাজার টাকা। তবে কখনো কখনো এটি এর থেকে কম অথবা আরেকটু বেশি দামে সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে নতুন কোন ফিচার যুক্ত থাকবে অবশ্যই। যাই হোক আপনি যদি এই প্রিন্টারটি ২০২৪ সালে কেনেন সেক্ষেত্রে যে স্পেসিফিকেশনগুলো জেনে নিতে পারেন সেগুলো হলো –
HP Laser MFP 135a Multifunction Printer
HP Laser MFP 135a Multifunction Printer এর দাম ২০৫০০ টাকা। এর স্পেসিফিকেশনগুলো জানলে আপনি বুঝে উঠতে পারবেন যে আপনার প্রয়োজনীয় কাজের জন্য এই প্রিন্টার উপযুক্ত কিনা!
HP LaserJet Pro M404DW Wi-Fi Printer
২০২৪ সালের অনেক অনেক এইচপি প্রিন্টারের মধ্যে থেকে তালিকায় দশ নম্বরের সাজেস্ট করছি HP LaserJet Pro M404DW Wi-Fi Printer, যেটার সম্ভাব্য প্রাইজ ৩৫ হাজার টাকা। মূলত এই প্রিন্টারের রয়েছে নানাবিদ সুযোগ সুবিধা, যে কারণে আপনার কাজকে অনেক বেশি সহজ ও সুন্দর করতে এই প্রিন্টার কেনার জন্য সিদ্ধান্ত নিতে পারেন।
লেখকের মন্তব্য: তো পাঠক বন্ধুরা, ১০ টি সেরা এসইচপি প্রিন্টার ২৪ নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি এ সম্পর্কে আরো কিছু জানার থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এমন প্রয়োজনীয় আর্টিকেলের নোটিফিকেশন পেতে ফলো করতে পারেন আমাদের ওয়েবসাইট। আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
প্রবাসী বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url