১০ টি সেরা এইচপি প্রিন্টার ২০২৪| Top 10 hp printer in 2024

মানুষের চাহিদা যত বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে প্রিন্টারের ব্র্যান্ড এবং মডেলের সংখ্যাও বেড়ে চলেছে। আমরা সবাই জানি প্রিন্টার এমন একটা যন্ত্র, যেটা ব্যবহার করে কম্পিউটারের সহযোগিতা নিয়ে সরাসরি কোন লেখা বা ছবিকে কাগজে পরিণত করা সম্ভব হয়। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কাগজপত্র গুলো ডুবলিকেটের জন্য অর্থাৎ কপি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রিন্টার।

ব্যক্তিগতভাবে মানুষ নিজস্ব কাজের জন্য এই যন্ত্রটি সাধারণত কেনেন না। তবে যদি কারো প্ল্যানিং থেকে থাকে যে, পেশা হিসেবে প্রিন্টিং এর কাজ বেছে নেবেন সেক্ষেত্রে ভালো প্রিন্টার সংগ্রহ করার প্রয়োজন পড়ে। বর্তমান বাজারে কম দামে ভালো প্রিন্টার পাওয়া অনেক কষ্টসাধ্য বিষয় বলা যায়।

কেননা উন্নত ফিচার এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণে প্রিন্টারের দাম দিন দিন বেড়ে চলেছে। এজন্য অনেকেই ২০২৪ সালে কম দামে সেরা এইচপি প্রিন্টার এর দাম ও নাম জানতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাই আজকের এই নিবন্ধে আমরা হাতেগোনা ১০ টি সেরা এইচপি প্রিন্টার ২০২৪ নিয়ে আলোচনা করব। তো আসুন বাংলাদেশের সেরা প্রিন্টার এর মূল্য তালিকা এবং সেগুলোর স্পিসিফিকেশন সম্পর্কে অবগত হওয়া যাক ।

১০ টি সেরা এইচপি প্রিন্টার ২০২৪ | ২০২৪ সালে কম দামে সেরা ১০ টি প্রিন্টার এর নাম

২০২৪ সালের জন্য সেরা ১০ টি HP প্রিন্টার বিভিন্ন ফিচার ও পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়েছে। নিচে উল্লেখিত প্রিন্টার গুলো বাসা ও অফিসে ব্যবহারের জন্য উপযোগী এবং প্রিন্ট কোয়ালিটি, ওয়ারলেস সুবিধা সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি সাপোর্ট করে থাকে। যথা —


  1. HP D1112 Deskjet Ink Printer

  2. HP Inkjet D2132 All in One Printer

  3. HP DeskJet 2623 All in One Printer (Y5H69A)

  4. HP DeskJet Ink Advantage 4675 All in One Printer

  5. HP LaserJet M211dw Single Function Laser Printer

  6. HP LaserJet Pro 4001DN Printer

  7. HP Smart Tank 516 Wireless All-in-One Printer

  8. HP Laser MFP 135W Multifunction Mono Laser Printer

  9. HP Laser MFP 135a Multifunction Printer

  10. HP LaserJet Pro M404DW Wi-Fi Printer

সেরা এইচপি প্রিন্টারের দাম ও স্পেসিফিকেশন

আপনি যদি উল্লেখিত এই এইচপি প্রিন্টার গুলো কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই উল্লেখিত স্পেসিফিকেশনগুলো ভালোভাবে জেনে মিলিয়ে নিতে ভুলবেন না। কেননা বর্তমান বাজারে এমন অনেক এইচপি প্রিন্টার বের হয়েছে। তাই আপনি যদি একটা থেকে আরেকটা কে আলাদা করতে চান এর বিশেষত্ব সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এগুলো মিলিয়ে নেওয়া জরুরি।

HP D1112 Deskjet Ink Printer

HP D1112 Deskjet Ink Printer বাজারে বর্তমানে খুব বেশি চলছে। আপনি যদি বাসার কাজের জন্য কোন ধরনের প্রিন্টার কিনতে চান তাহলে নিঃসন্দেহে এটা সিলেক্ট করতে পারেন। এর জন্য মোটামুটি আপনার খরচ পড়বে মাত্র ২৭০০ টাকা।

HP D1112 Deskjet Ink Printer

Specification

ব্র্যান্ড নেম 

এইচপি 

মডেল

এইচপি ডি১১১২

ফাংশন

অনলি প্রিন্ট

প্রিন্টার টাইপ

Color InkJet

প্রিন্টার স্পিড

১৬ পি পি এম (সাদা কালো)

রেগুলেশন

১২০০×১২০০ dpi

পেপার সাইজ

A4 Max

আউটপুট কালার

কালার

ফার্স্ট পেজ প্রিন্ট

১৫sec 

স্পিড পিপিএম ব্ল্যাক

২০ পিপিএম

পেইন্ট পিপিএম কালার

১৬ ppm

ডুপ্লেক্স প্রিন্ট

ম্যানুয়াল

পেপার টাইপ

Plain paper, Photo paper, Brochure paper

ইনপুট ট্রে 

৬০ শিট 

আউটপুট ট্রে 

২৫ শিট 

মেমোরি

Integrated

কানেক্টিভিটি

ইউ এস বি 2.0

ওয়ারেন্টির সময়সীমা

এক বছর

প্রিন্টারের বডি কালার

হোয়াইট অর্থাৎ সাদা

মেইড ইন

চায়না/থাইল্যান্ড

মাত্রা

425.8 x 124.3 x 215.6mm

HP Inkjet D2132 All in One Printer

পারফেকশনের দিক তুলনা করে তালিকার দুই নম্বরের রয়েছে HP Inkjet D2132 All in One Printer, যেটা বর্তমানে খুবই পরিচিত ও জনপ্রিয়। এর কালার কোয়ালিটি অসম্ভব সুন্দর। কিন্তু এর আবার সাধারণ কিছু অসুবিধাও রয়েছে। যাই হোক আপনি যদি স্পেসিফিকেশনগুলো জেনে নেন সেক্ষেত্রে বুঝে উঠতে পারবেন এটা আপনার কাজের জন্য উপযুক্ত কিনা!


HP Inkjet D2132 All in One Printer

Specification

ব্র্যান্ড নেম 

এইচপি 

মডেল

DeskJet 2132

ফাংশন

অনলি প্রিন্ট

প্রিন্টার টাইপ

LColor InkJet

প্রিন্টার স্পিড

২০পি পি এম (সাদা কালো)

রেগুলেশন

১২০০×১২০০ dpi

পেপার সাইজ

A4,B5,A6, DL envelope

আউটপুট কালার

কালার

কপি স্পিড

Copy speed color (ISO): Up to 3 cpm 

Copy speed black (ISO): Up to 5 cpm

প্রিন্ট টেকনোলজি

HP Thermal Inkjet

প্রিন্ট স্পিড

Print speed, black<=10

Print speed, color <=10

ডুপ্লেক্স প্রিন্ট

ম্যানুয়াল

পেপার ওয়েট

A4: 60 to 90 g/m²; HP envelopes: 75 to 90 g/m²; HP cards: up to 200 g/m²;HP 10 x 15 cm photo paper: up to 300 g/m²

ইনপুট ক্যাপাসিটি

৬০ শিট 

আউটপুট ক্যাপাসিটি

২৫ শিট 

কালার আউটপুট

কালো এবং সাদা

কানেক্টিভিটি

ইউ এস বি 2.0

ওয়ারেন্টির সময়সীমা

এক বছর

মান্থলি প্রিন্ট ভলিউম

৫০-১০০

মেইড ইন

চায়না/থাইল্যান্ড

ওজন

৩.৪২ কেজি

পাওয়ার কনসেপশন

10 watts maximum, 10 watts (Active), 0.1 watts (Off), 1.9 watts (Standby), 0.9 watt (Sleep)

HP DeskJet 2623 All in One Printer (Y5H69A)

মাত্র ৪ হাজার ৩০০ টাকায় সেরা এইচপি প্রিন্টার হিসেবে কিনতে পারবেন HP DeskJet 2623 All in One Printer (Y5H69A), যেটার ওয়ারেন্টি এক বছর এছাড়াও এর রয়েছে আলাদা কিছু সুযোগ সুবিধা। যদি আপনি আপনার প্রয়োজনীয় কাজের জন্য প্রিন্টার কিনতে চান তাহলে নিঃসন্দেহে এটা কিনে ফেলতে পারেন। এর জন্য স্পেসিফিকেশনগুলো পড়ুন ।

HP DeskJet 2623 All in One Printer (Y5H69A)

Specification

ব্র্যান্ড নেম 

এইচপি 

মডেল

DeskJet 2623

ফাংশন

প্রিন্ট স্ক্যান এবং কপি

প্রিন্টার টাইপ

Multi Function Color Ink Printer

প্রিন্টার স্পিড

৭.৫ অথবা ৫.৫ পিপিএম (সাদা কালো)

রেগুলেশন

১২০০×১২০০ dpi

পেপার সাইজ

A4; B5; A6; DL envelope MEDIA SIZES, CUSTOM: 89 x 127 to 215 x 279 mm



কপি রেজুলেশন

Copy resolution (black text) Up to 600 x 300 dpi Copy resolution (color text and graphics) Up to 600 x 300 dpi

প্রিন্ট টেকনোলজি

HP Thermal Inkjet

প্রিন্ট স্পিড

Print speed black:

ISO: Up to 7.5 ppm

Draft: Up to 20 ppm


Print speed color:

ISO:Up to 5.5 ppm

Draft:Up to 16 ppm

ডুপ্লেক্স প্রিন্ট

ম্যানুয়াল

পেপার ওয়েট

75 g/m²

ইনপুট ক্যাপাসিটি

৬০ শিট 

আউটপুট ক্যাপাসিটি

২৫ শিট 

কালার আউটপুট

কালো এবং সাদা

কানেক্টিভিটি

ইউ এস বি

ওয়ারেন্টির সময়সীমা

এক বছর

মেমোরি 

128 MB Storage (MB/GB/TB) 32MB

পেপার টাইপ

Plain paper, Photo paper, Brochure paper

ওজন

৩.৪২ কেজি

সফটওয়্যার

উইন্ডোজ ১০,৭

HP DeskJet Ink Advantage 4675 All in One Printer

অনেক অনেক প্রিন্টারের মধ্যে এইচপি মডেলের প্রিন্টার হিসেবে খ্যাতি অর্জন করেছে HP DeskJet Ink Advantage 4675 All in One Printer, যেটাতে প্রিন্ট করার জন্য কোন ধরনের কালি খরচ করার প্রয়োজন পড়ে না। এর দাম মোটামুটি ১০ হাজার টাকা। আপনি যদি এর স্পেসিফিকেশনগুলো সম্পর্কে অবগত হন সেক্ষেত্রে আরো ভালোভাবে এর কার্যকারিতা ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাবেন।

HP DeskJet Ink Advantage 4675 All in One Printer

Specification

ব্র্যান্ড নেম

এইচপি

মডেল

Hp 4675

ফাংশন

অনলি প্রিন্ট

রেগুলেশন

৬০০×৬০০ ডিপিআই

প্রিন্টার স্পিড

২০ ppm (কালো)

পেপার সাইজ

A4, A5, B5, DL, C6, A6

প্রিন্টার টেকনোলজি

HP Thermal Inkjet

প্রিন্টার স্পিড

Black: ISO: Up to 9.5 ppm Draft: Up to 20 ppm Color: ISO:Up to 6.8 ppm Draft:Up to 16 ppm 5

ডুপ্লেক্স প্রিন্ট

ম্যানুয়াল

কানেক্টিভিটি

Hi-Speed USB 2.0 Wi-Fi 802.11n

ওয়ারেন্টি

এক বছর

মেমোরি

64mb ddr1

মূল্য

১০,০০০/-

HP LaserJet M211dw Single Function Laser Printer

১০ টি সেরা এইচপি প্রিন্টার ২০২৪ এর তালিকায় আরো রয়েছে HP LaserJet M211dw Single Function Laser Printer, যার বাজার মূল্য মোটামুটি পঁচিশ হাজার টাকা।

HP LaserJet M211dw Single Function Laser Printer

Specification 


ব্রান্ড নেম

এইচপি

মডেল

লেজারজেট এম ১২ ডি ডাব্লিউ

প্রিন্ট টাইপ

Mono leser 

প্রিন্ট স্পিড

৩০ এম এম পি (কালো)

পেপার সাইজ

A4; A5; A6; B5 (JIS)

প্রিন্ট রেজুলেশন

৬০০ × ৬০০ ডিপিআই

পেপার ট্রে 

মিনিমাম ১৫০ শিট 

মেমোরি

৬৪ এমবি

lNK Tank 

Laser 

কানেক্টিভিটি

Hi-Speed USB 2.0, Ethernet, Wi-Fi

অন্যান্য ফিচার

অটোমেটিক (স্ট্যান্ডার্ড)

Actual প্রাইজ

২৫০০০/-

HP LaserJet Pro 4001DN Printer

HP LaserJet Pro 4001DN Printer টিও ২০২৪ সালের সেরা এইচপি প্রিন্টার গুলোর মধ্যে একটি। যেটার ফিচার, সুবিধার কথা বিবেচনা করলে এর দাম বলা যায় অনেকটাই রিজনেবল। আপনি যদি এর স্পেসিফিকেশনগুলো জানেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক আপনার কাজের জন্য যদি আপনি এই প্রিন্টার কিনতে চান সেক্ষেত্রে টোটাল খরচ পড়বে ২২ হাজার ৫০০ টাকা। কখনো কখনো এর থেকে কম প্রাইজে আপনি সংগ্রহ করতে পারবেন যখন ডিসকাউন্ট অফার চলে। 


HP LaserJet Pro 4001DN Printer

Specification

গ্রান্ড নেম

এইচপি

মডেল

LaserJet Pro 4001DN

প্রিন্ট স্পিড

৪২ পিপিএম

প্রিন্ট রেজুলেশন

১২০০ ইনটু ১২০০ ডিপিআই

পেপার সাইজ

3 x 5 to 8.5 x 14

প্রিন্টার টাইপ

কালার লেজার

কানেক্টিভিটি

ইউএসবি, লেন এবং ওয়াই ফাই

Copier রেজুলেশন

4800 x 600 Dots Per Inch (12192 cm)

HP Smart Tank 516 Wireless All-in-One Printer

তালিকার ৮ নম্বরে রয়েছে এইচপি স্মার্ট ট্র্যাঙ্ক ৫১৬ ওয়্যারলেস প্রিন্টার। যেটার বাজার মূল্য মোটামুটি ১৬ হাজার ৫০০ টাকা। 

HP Smart Tank 516 Wireless All-in-One Printer

Specification

ব্রান্ড নেম

এইচপি

মডেল

Smart Tank 516

প্রিন্ট টাইপ

Color Inkjet All-In-One

প্রিন্ট স্পিড

১১ এম এম পি (কালো)

পেপার সাইজ

Media Sizes Supported A4, B5, A6, DL Envelope

প্রিন্ট রেজুলেশন

১২০০ × ১২০০ ডিপিআই

পেপার ট্রে 

মিনিমাম ১০০ শিট 

মেমোরি

২৫৬ এমবি

lNK Tank 

Inkjet 

কানেক্টিভিটি

ইউএসবি ব্লুটুথ এবং ওয়্যারলেস

অন্যান্য ফিচার

2-Inch Icon Display Spill-Free Refill System 38% Faster in Print Speed

স্ক্যানার স্পিড

Up to 3 ppm Color, up to 5 ppm mono

কপি স্পিড

Up to 2 cpm Color, Up to 10 cpm Black

HP Laser MFP 135W Multifunction Mono Laser Printer

HP Laser MFP 135W Multifunction Mono Laser Printer এর সম্ভাব্য প্রাইজ ২৩ হাজার টাকা। তবে কখনো কখনো এটি এর থেকে কম অথবা আরেকটু বেশি দামে সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে নতুন কোন ফিচার যুক্ত থাকবে অবশ্যই। যাই হোক আপনি যদি এই প্রিন্টারটি ২০২৪ সালে কেনেন সেক্ষেত্রে যে স্পেসিফিকেশনগুলো জেনে নিতে পারেন সেগুলো হলো –

HP Laser MFP 135W Multifunction Mono Laser Printer

Specification

ব্রান্ড নেম

এইচপি

মডেল

Laser MFP 135W

প্রিন্ট টাইপ

Mono Laser

প্রিন্ট স্পিড

২০ এম এম পি (কালো)

পেপার সাইজ

A4, Legal, Executive, Letter, A5, A6, Envelopes (Com-10, DL, C5, Monarch), Photo (10 x 15 cm), Photo 2L (13 x 18 cm) and Index Card (13 x 20 cm)

প্রিন্ট রেজুলেশন

১২০০ × ১২০০ ডিপিআই

পেপার ট্রে 

মিনিমাম ১৫০ শিট 

মেমোরি

১২৮ এমবি

lNK Tank 

Laser 

কানেক্টিভিটি

Hi-Speed USB 2.0 Port & Wireless 802.11 b/g/n

স্ক্যানার রেজুলেশন

Up to 600 x 600 dpi (optical)

স্ক্যানার স্পিড

8-Bit Mono, 16-Bit Color

কপি স্পিড

Up to 600 x 600 dpi

HP Laser MFP 135a Multifunction Printer

HP Laser MFP 135a Multifunction Printer এর দাম ২০৫০০ টাকা। এর স্পেসিফিকেশনগুলো জানলে আপনি বুঝে উঠতে পারবেন যে আপনার প্রয়োজনীয় কাজের জন্য এই প্রিন্টার উপযুক্ত কিনা!


HP Laser MFP 135a Multifunction Printer

Specification

গ্রান্ড নেম

এইচপি

মডেল

Laser MFP ১৩৫a 

প্রিন্ট স্পিড

২০ পিপিএম

প্রিন্ট রেজুলেশন

১২০০ ইনটু ১২০০ ডিপিআই

পেপার সাইজ

A4, A5, A5(LEF), B5 (JIS), Oficio, Envelope (DL,C5)

প্রিন্টার টাইপ

মনো লেজার 

কানেক্টিভিটি

Hi-Speed USB 2.0

স্ক্যানার রেজুলেশন

600 x 600 dpi

HP LaserJet Pro M404DW Wi-Fi Printer

২০২৪ সালের অনেক অনেক এইচপি প্রিন্টারের মধ্যে থেকে তালিকায় দশ নম্বরের সাজেস্ট করছি HP LaserJet Pro M404DW Wi-Fi Printer, যেটার সম্ভাব্য প্রাইজ ৩৫ হাজার টাকা। মূলত এই প্রিন্টারের রয়েছে নানাবিদ সুযোগ সুবিধা, যে কারণে আপনার কাজকে অনেক বেশি সহজ ও সুন্দর করতে এই প্রিন্টার কেনার জন্য সিদ্ধান্ত নিতে পারেন।


HP LaserJet Pro M404DW Wi-Fi Printer

Specification

গ্রান্ড নেম

এইচপি

মডেল

M404DW

প্রিন্ট স্পিড

৪০পিপিএম

প্রিন্ট রেজুলেশন

১২০০ ইনটু ১২০০ ডিপিআই ব্ল্যাক

পেপার সাইজ

A4, A5, A6, B5 (JIS), B6 (JIS), 16K

প্রিন্টার টাইপ

মনো লেজার

কানেক্টিভিটি

Hi-Speed USB 2.0

স্ক্যানার রেজুলেশন

600 x 600dpi

মেমোরি

২৫৬ এমবি

লেখকের মন্তব্য: তো পাঠক বন্ধুরা, ১০ টি সেরা এসইচপি প্রিন্টার ২৪ নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি এ সম্পর্কে আরো কিছু জানার থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এমন প্রয়োজনীয় আর্টিকেলের নোটিফিকেশন পেতে ফলো করতে পারেন আমাদের ওয়েবসাইট। আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রবাসী বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url