বর্তমান সময়ে আমরা কাজ করার জন্য, ভ্রমণ করার জন্য, চিকিৎসা অথবা বিভিন্ন কারণে বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন হয়ে থাকে। আর অন্যান্য দেশে যেতে হলে আমাদের পাসপোর্ট এর প্রয়োজন হয় এবং তার পাশাপাশি ভিসার প্রয়োজন হয়। তাই আমরা অনেকেই যাবার পূর্বে আমাদের ভিসাটি চেক করে নিতে চাই। অর্থাৎ আমাদের ভিসা সঠিক রয়েছে কিনা সে সম্পর্কে জানতে চাই।
আর সতর্কতা অবলম্বন করতে হলেও আমাদের ভিসাটি চেক করে নেওয়া উচিত। কারণ অনেক এজেন্সি রয়েছে বা অনেক দালাল রয়েছে যারা অবৈধ ভিসা তৈরি করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তাই ভিসা চেক করার মাধ্যম দিয়ে আমরা নিজেদের ভিসাটি বৈধ নাকি অবৈধ সেটা চেক করে নিতে পারি।
আজকের আমাদের এই আর্টিকেলে সৌদি ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি সৌদি যেতে চান বা সৌদি আরবের ভিসা চেক করতে চান তাহলে আপনার জন্য আজকের আমাদের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সৌদি ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি।
সৌদি ভিসা চেক
পূর্বে সৌদি আরবের ভিসা চেক করতে হলে enjazit.com.sa এই ওয়েবসাইটে প্রবেশ করতে হত। কিন্তু বর্তমান সময়ে আর এই ওয়েবসাইটটি ব্যবহৃত হয় না ভিসা চেক করার ক্ষেত্রে। বর্তমানে সৌদি ইমিগ্রেশন ওয়েবসাইট টি হল visa.mofa.gov.sa । আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমেই বর্তমানে সৌদির ভিসা চেক করতে পারবেন।
যে সকল ধাপগুলোর মধ্যে দিয়ে আপনারা আপনাদের ভিসা ঘরে বসেই নিজে নিজে চেক করতে পারবেন সেই সকল ধাপগুলো নিম্নে ছবি এবং আলোচনা সহকারে দেওয়া হলো।
ভিসা চেক করতে চাইলে সর্বপ্রথম আপনাকে visa.mofa.gov.sa এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনারা নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে সব লেখাগুলো আপনারা আরবিতে দেখতে পাবেন। ওপরের ছবির মত। অতঃপর আপনারা বাম কর্নারে দেখতে পাচ্ছেন E লেখা রয়েছে। এখানেই ক্লিক করবেন। তাহলে এই লেখাটি ইংরেজিতে দেখাবে। ইংরেজিতে কেমন দেখাবে তার নিচে একটি ছবির মাধ্যমে দেখানো হলো।
এবার আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই পাসপোর্ট নাম্বার দেওয়ার স্থান রয়েছে। সেখানে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন।
তার পার্শ্বে দেখতে পাচ্ছেন কারেন্ট ন্যাশনালিটি নামে একটি অপশন রয়েছে। সেখানে আপনারা আপনাদের দেশের নামটি দিয়ে দিবেন।
পাসপোর্ট নাম্বারের নিচে ভিসা টাইপ লেখা রয়েছে। সেখানে আপনারা আপনার ভিসা কোন টাইপের সেটা উল্লেখ করবেন। বিজনেস ভিজিট যেখানে লেখা রয়েছে তার ডান পাশে অ্যারো চিহ্ন রয়েছে। সেখানে ক্লিক করলে আপনারা আরো অনেক ভিসা টাইপ দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার ভিসা টাইপ তে ক্লিক করবেন।
তারপরে ডান পাশে আপনারা ভিসা ইসু অথরিটি নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনারা অথরিটির উল্লেখ করবেন। সেখানে এরো চিহ্নতে ক্লিক করলে আপনারা বিভিন্ন নাম দেখতে পাবেন সেখান থেকে আপনি আপনার ভিসাতে যেটি রয়েছে সেটার ক্লিক করবেন।
অতঃপর নিচে আপনারা ইমেজ কোড নামে একটা অপশন দেখতে পাবেন। সেখানে আপনাদের কাছে যেই কোডগুলো লেখা থাকবে সেগুলো সঠিকভাবে দেবেন। সেখানে ইংরেজিতে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর এলোমেলো ভাবে থাকতে পারে অথবা নাম্বার থাকতে পারে। এক কথায় যেগুলো থাকবে সেটাই সঠিকভাবে দেবেন। আমাদের কাছে যেমন নিম্নে ছবির মত রয়েছে।
ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করার পরে আপনারা ডান সাইডে সার্চ নামে একটি অপশন দেখতে পাবেন। আপনাদের সব কিছু সঠিকভাবে পূরণ করা হলে সেই অপশনটিতে ক্লিক করবেন। নিম্নে ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো।
এই অপশনটাতে ক্লিক করার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের ভিসা সংক্রান্ত তথ্য দেখতে পারবেন। আপনার ভিসাটি সঠিক রয়েছে কিনা অথবা বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য এখানে দেখা যাবে। এটা দেখে আপনারা বুঝতে পারবেন আপনার বিষয়টি সঠিক নাকি সঠিক না সে সম্পর্কে।
এভাবে আপনারা ঘরে বসে খুব সহজেই নিজে নিজেই যে কোন দেশের ভিসা চেক করতে পারবেন। আজকের এই আর্টিকেল থেকে যদি আপনারা সামান্য পরিমাণও উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।
সতর্কতা
সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনারা নিজে নিজে ভিসা চেক করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। তাছাড়া আপনারা টেনশন এ পড়ে যেতে পারেন। ধরুন আপনারা সঠিকভাবে ওয়েবসাইটটিতে ভিজিট করলেন। যে সকল তথ্যগুলো প্রয়োজন ভিসা চেক করার জন্য সকল তথ্যগুলো দিলেন। কিন্তু তার মধ্যে একটি অক্ষর মিসিং হয়ে গেছে অর্থাৎ ভুল লিখেছেন। সেক্ষেত্রে আপনি যতবারই সার্চ অপশনে ক্লিক করেন না কেন আপনি আপনার ভিসাটি চেক করতে পারবেন না। কেননা একটি ভুল থেকে গেছে। তখন আপনার মধ্যে অন্যরকম কাজ করতে পারে। তখন ভাবতে পারেন আপনার ভিসাটি অবৈধ। এটা ভেবে আপনি টেনশনে পড়ে যেতে পারেন।
তাই ওয়েবসাইটটিতে ভিজিট করার পরে যে সকল তথ্যগুলো প্রয়োজন হয় সেই সকল তথ্যগুলো সতর্কতার সঙ্গে দেখে দেখে খুবই সুন্দর করে বসিয়ে দেবেন। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরে আপনারা আপনাদের ভিসাটি খুব সহজেই চেক করে নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যেকোনো দেশের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের মূল্যবান মন্তব্যের উত্তর জানিয়ে দেওয়া হবে।
প্রবাসী বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url