মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ নিয়ে আমাদের আজকের আলোচনা। দেখুন এটা আমরা সবাই কমবেশি জানি যে– বাংলা ভাষায় ইসলামিক নামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণত প্রত্যেকটি মুসলিম পরিবারেই সন্তানদের জন্য একটি অর্থবহ সুন্দর নাম নির্বাচন করা হয়ে থাকে।
ইসলামিক নাম গুলো সাধারনত আরবি ভাষা থেকে নেওয়া হয় এবং এর পেছনে একটি বিশেষ বা তাৎপর্যপূর্ণ সুন্দর অর্থ থাকে। ২০২৪ সালের জন্য মেয়েদের সুন্দর এবং অর্থবহ ইসলামিক নামের তালিকা আমরা আজকের এই নিবন্ধনে সংকলিত করছি।
তো আপনি যদি আপনার মেয়ে বাচ্চার জন্য ইসলামিক সবচেয়ে সুন্দর নাম পেতে চান তাহলে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ তালিকা গুলো দেখুন। পাশাপাশি মেয়েদের ইসলামিক নামের গুরুত্ব, মেয়েদের ইসলামিক নাম নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানুন আরও খুঁটিনাটি।
মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ | মেয়ে শিশুর ইসলামিক নাম
মেয়েদের অসংখ্য ইসলামিক নাম রয়েছে। যেগুলো প্রত্যেকটিই প্রায় সুন্দর। কিন্তু সচরাচর অডিয়েন্স বন্ধুরা জ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪, অ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪, প দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪, শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪, র দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪, ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪, আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ এবং ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ এই কুয়েরি গুলো লিখে বেশি সার্চ করে থাকেন।
তাই আমরা মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ এর তালিকায় অক্ষরের উপর ভিত্তি করে সবচেয়ে সুন্দর অর্থবহ নাম গুলো সংযুক্ত করছি। যেহেতু সুন্দর নাম আপনার শিশুর ওপর প্রভাব ফেলবে এছাড়াও সুন্দর নাম আপনার বাচ্চাকে সম্মানিত করতে পারে তাই আসুন মেয়েদের ইসলামিক নাম গুলো জেনে নেওয়া যাক এবং নিজের বাচ্চা মেয়ে শিশুর জন্য নির্ণয় করা যাক সবচেয়ে সুন্দর ও তাৎপর্যপূর্ণ নামটি।
অ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ |
|
অমীরা | রাজকুমারী, ধনী মহিলা |
অন্যুথা | আগ্রহী |
অরীনা | শান্তি, পবিত্র |
অনুরিমা | যে সাথে থাকে |
অবিপ্সা | নদী, পৃথিবী |
অবনিতা | পৃথিবী |
অনসুয়া | যার মধ্যে হিংসা নেই |
অনীশা | স্নেহ, ভালো বন্ধু |
অমীষা | সুন্দর, শুদ্ধ, নিষ্কপট |
অরিশা | শান্তি |
অনুনায়িকা | বিনম্র |
অত্রীসা | অনুকূল |
অনুপ্রভা | ঔজ্জ্বল্য |
অবিয়া | চমৎকার |
অনাহিতা | সুন্দর |
অজেদা | প্রাপ্ত, সংবেদনশীল |
অতিক্ষা | তীব্র ইচ্ছা |
অপ্সরা | খুব সুন্দর মহিলা |
অয়লা | চাঁদের আলো |
অনুমিতা | সম্ভবত অনুমিত থেকে |
অনিয়া | অসীমিত |
অনুশ্রী | সুন্দরী |
অনিন্দিতা | সুন্দরী |
অনিন্দিতা | আনন্দে ভরপুর, খুশি |
অস্মিতা | খুশী |
অয়ানা | সুন্দর ফুল |
অমেয়া | অসীম, উদার |
অনুশিয়া | সুদৃশ্য, সাহসী |
অড়িশা | শান্তি |
অনায়রা | খুশি এবং আনন্দ |
আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ |
|
আনজুম | তারা |
আনিফা | রূপসী |
আনিসা | কুমারী |
আনিকা | অসম্ভব সুন্দরী |
আফরা | সাদা |
আফরা গওহর | সাদা মুক্তা |
আফরা ওয়াসীমা | সাদা রূপসী |
আফরিন | ভাগ্যবান |
আফসানা | উপকথা |
আফিফা | সাধ্বী |
আফরোজ | জ্ঞানী |
আমিনা | নিরাপদ |
আমিরা | উপাসনা |
আফিয়া | পুণবতী |
আনতারা রাইসা | বিরাঙ্গনা রানী |
আজরা মাইমুনা | ভাগ্যবতী |
আজরা ফাহমিদা | বুদ্ধিমতী |
আজরা মাবুবা | প্রিয়া |
আজরা তাহিরা | সত্যি |
আজরা আবিদা | শিষ্টাচার |
আজরা আতিকা | সুন্দরী রূপবতী |
আনতারা ফাইরুজ | সমৃদ্ধশালী |
আনতারা হুমায়রা | সুন্দরী |
আনতারা সাবিহা | রূপসী |
আনতারা লাবিবা | জ্ঞানী |
আবিদাহ | ইবাদতকারিনী |
আরওয়া | আব্দুল মুত্তালিব |
আনোয়ারা | উজ্জল, জ্যোতি |
আত্বকিয়া | ধার্মিক |
আফিয়াত | পুণ্যবতী, স্বাস্থ্য |
আফরিদা | সৃষ্টিবন্ত্র |
আসফিয়া | পবিত্র, খাঁটি |
আয়না | সনাক্তকরণ, জলধার |
আঞ্জুমান | মাহফিল |
আতিফা | কোমল |
আহলিয়া | অধিবাসী |
আনান | মেঘমালা |
ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ |
|
ইরফানা | বিশ্বাসী |
ইয়াসমিন | ফুলের নাম |
ইসমাত আফিয়া | পূর্ণবতী |
ইমিনা | সৎ, সম্ভ্রান্ত মহিলা |
ইশতিমাম | ঘ্রাণ নেয়া |
ইসরা | নৈশ যাত্রা |
ইফফাত হাসিনা | সতী সুন্দরী |
ইশরাত সালেহা | উত্তম আচরণ পুণ্যবতী |
ইশাআত | আলোক রশ্মির বিকিরণ |
ইয়ামীনা | সৌভাগ্য |
ইয়াকীনাহ | নিশ্চয়তা |
ইফফাত ফাহমীদা | সতী বুদ্ধিমতী |
ইসমাত আফিয়া | পূর্ণবতী |
ইসমাত আবিয়াত | সতী সুন্দরী স্ত্রীলোক |
ইফতিখারুন্নিসা | নারী সমাজের গৌরব |
ইয়াসীরাহ | আরাম, স্বাচ্ছন্দ |
ইহীনা | আবেগ, উৎসাহ শক্তি |
ইলিজা | বহুমূল্য |
ইসমাত মাহমুদা | সতী প্রশংসিতা |
ইজা | অভিবাদন, সম্মান |
ইসরাত জামিলা | স-ব্যবহার সুন্দরী |
ইজদিহার | উন্নত শীল |
ইফফাত সানজিদা | সতী চিন্তাশীল |
ইনাইয়া | যে সবার ভালো-মঙ্গল সম্পর্কে উদ্বিগ্ন |
ঈ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ |
|
ঈলমা | সাফল্য |
ঈফাত হাবীব | সতী প্রিয়া |
ঈশরাত সালেহা | উত্তম আচরণ পূর্ণবতী |
ঈজা | যাকে ভরসা করা যায |
ঈলাফ | রক্ষাকারণী |
ঈদাঈ | প্রেম |
ঈফা | যৌবন |
ঈনা | পরিপক্কতা |
ঈতা | দান |
ঈশাত | সুসংবাদ প্রাপ্ত হওয়া |
ঈমা | পছন্দ |
ঈসমাত মাকসুরাহ | পর্দাশীল মহিলা |
ঈলিয়ুন | সম্ভ্রান্ত মুসলিম |
ঈসমাত মাজুরাহ | পদ্মাশীল মহিলা |
ঈশরাত | উত্তম আচরণ |
উ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ / ঊ দিয়ে মেয়েদের সুন্দর অর্থসহ ইসলামিক নাম |
|
উমাইমা | ছোট মা, সম্মানিত |
উজরা | কুমারী, পবিত্র |
উলফা | বন্ধুত্ব, সখ্যতা |
উরফা | পরিচিত, বিখ্যাত |
উজমা | মহান, শ্রেষ্ঠ |
উসানা | ইচ্ছুক |
উহাইবা | উপহার |
উমাইরা | দীর্ঘজীবী |
উফাইরা | এক ধরনের গজল |
উমেরা | দীর্ঘ জীবন যাপন |
উমাইয়া | হাদিসের বর্ণনাকারী |
উবাইদা | প্রিয় বান্দা বান্দি |
উভী | উদার |
ঊলা | উচ্চ, উন্নত |
ঊসরা | সহজতা, মাধুর্য |
ঊহাবা | উপহার, দান |
ঊমারা | জীবন, বেঁচে থাকা |
উলিমা | চালাক |
উসামা | সিংহ |
এ দিয়ে মেয়েদের সুন্দর ইসলামিক নাম অর্থসহ ২০২৪/ঐ দিয়ে মেয়েদের সুন্দর অর্থবহ নাম |
|
এশা | সমৃদ্ধ জীবন |
এনা | প্রদীপ্ত |
এলী | বুদ্ধিদীপ্তা |
এনায়া | দয়াময় |
এঞ্জেলিনা | পবিত্র |
এদিতা | ধনী |
এমিলি | ইচ্ছুক |
এতাশা | যাকে প্রত্যাশা করা হয়েছে |
এরিনা | কর্মক্ষেত্র |
ঐশী | গোলাপ ফুলের অপর নাম |
ঐশ্বর্য | সম্পদ |
ঐশনয়া | সুন্দর জীবন |
ঐঙ্গিনী | উৎসাহপুনা |
ঐনীতি | অনন্ত |
এরিশা | ভাষণ বা বক্তৃতা |
এলিনা | উজ্জ্বল আলয় |
ও দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ |
|
ওরিফা | সোনা |
ওইলা | প্রথম |
ঔস্নিকা | রানী |
ওয়াসামা | চমৎকার |
ওয়াফা | অনুরক্তা |
ওমায়রা | সাহস |
ওয়াসিফি | অনুগত |
ওরাইদা | বাকপটু |
ওয়াফিয়া | সম্পূর্ণ |
ওমিরা | সমুদ্রের নক্ষত্র |
মেয়ে শিশুদের ইসলামিক আধুনিক নাম ২০২৪
ইতিমধ্যে আমরা যে নাম গুলো উল্লেখ করেছি এগুলোর বাহিরে ও অসংখ্য ইসলামিক নাম রয়েছে। কিন্তু অনেকে আবার আধুনিক নাম গুলো অধিক বেশি পছন্দ করে থাকেন। এজন্য আলোচনার এ পর্যায়ে আমরা মেয়ে শিশুদের সবচেয়ে সুন্দর ও প্রচলিত বাছাইকৃত কিছু আধুনিক নাম নিয়ে একটি তালিকা সংযুক্ত করছি।
ক্রম সংখ্যা | বাংলা নাম | ইংরেজি নাম | বাংলা অর্থ |
১ | আয়রা | Aira | সম্মানিত |
২ | আইরিন | Ayreen | শান্তিপূর্ণ |
৩ | আনিকা | Anika | অনুগ্রহ |
৪ | আলিজা | Alizeh | সুরক্ষিত |
৫ | আনুশা | Anusha | সুন্দর সকাল |
৬ | আরিয়া | Ariya | মহান |
৭ | আয়না | Ayna | চোখ |
৮ | আলিয়া | Aliya | উচ্চ, মহান |
৯ | আলিফা | Alifa | বন্ধুত্বপূর্ণ |
১০ | ইলমা | Ilma | জ্ঞান |
১১ | ইনারা | Inara | আলোকিত |
১২ | ইসরা | Isra | রাত্রি ভ্রমণ |
১৩ | ইশা | Isha | জীবন |
১৪ | এলিনা | Elina | উজ্জ্বল |
১৫ | এমা | Ema | শান্তি |
১৬ | ঈশা | Esha | জীবন |
১৭ | উমাইরা | Umaira | লাল গালওয়ালা |
১৮ | জারা | Zara | উজ্জ্বলতা |
১৯ | জান্নাত | Jannat | স্বর্গ |
২০ | জারিন | Zareen | সোনালী |
২১ | জারিয়া | Zaria | রাজকন্যা |
২২ | লায়লা | Laila | রাত |
২৩ | লামিআ | Lamia | উজ্জ্বল |
২৪ | লিনা | Lina | কোমল, নমনীয় |
২৫ | লিমা | Lima | মিলন |
২৬ | মায়রা | Mayra | দ্রুত |
২৭ | মাহিরা | Mahira | দক্ষ |
২৮ | মাইশা | Maysa | গর্বিত চাল |
২৯ | মারিয়া | Mariya | মেরি (ঈসা (আঃ) এর মা) |
৩০ | মিরা | Mira | সমুদ্র |
৩১ | মুনিরা | Munira | আলোকিত |
৩২ | নাদিয়া | Nadia | আশাবাদী, শুরু |
৩৩ | নাজিয়া | Naziya | কোমল, সূক্ষ্ম |
৩৪ | নাইলা | Nayla | উপহার, পুরস্কার |
৩৫ | নূরা | Noura | আলো |
৩৬ | নোভা | Nova | নতুন তারা |
৩৭ | রাবেয়া | Rabeya | বসন্ত |
৩৮ | রিম | Reem | সাদা হরিণ |
৩৯ | রিজওয়ানা | Rizwana | সন্তুষ্টি |
৪০ | রুবিনা | Rubina | নীলকান্তমণি |
৪১ | সামার | Samar | ফলের ঝুড়ি |
৪২ | সানা | Sana | উজ্জ্বলতা |
৪৩ | সারা | Sarah | রাজকন্যা |
৪৪ | সায়রা | Saira | ভ্রমণকারী |
৪৫ | সোফিয়া | Sofia | জ্ঞান |
৪৬ | তামান্না | Tamanna | ইচ্ছা |
৪৭ | তানিয়া | Tania | পরী রানী |
৪৮ | তানজিলা | Tanzila | সম্মানিত |
৪৯ | তাসনিম | Tasneem | স্বর্গের ঝর্ণা |
৫০ | তাহিরা | Tahira | বিশুদ্ধ, পবিত্র |
৫১ | মায়মুনা | Moymun | ভাগ্যবতী |
৫২ | নিলুফার | Nilufa | পদ্ম |
৫৩ | হামিদা | Hamida | প্রশংসাকারিনী |
৫৪ | মাজেদা | Majeda | মহতি |
৫৫ | হুজাফা | Hujafa | সামান্য বস্তু |
মেয়েদের ইসলামিক নামের তালিকা | মেয়েদের সবচেয়ে সুন্দর ইসলামিক পূর্ণ নামের বাছাইকৃত লিস্ট
পূর্ণাঙ্গ নাম | নামের অর্থ |
নামঃ আফিয়া ফাহমিদা | অর্থঃ পূণ্যবতী বুদ্ধিমতী |
নামঃ আফিয়া আবিদা | অর্থঃ পূণ্যবতী ইবাদতকারিনী |
নামঃ আফিয়া আমিনা | অর্থঃ পূণ্যবতী বিশ্বাসী |
নামঃ নাফিয়া সাদাফ | অর্থঃ মূল্যবান ঝিনুক |
নামঃ আফিয়া বিলকিস | অর্থঃ পূণ্যবতী রাণী |
নামঃ আফিয়া আদিলাহ | অর্থঃ পূণ্য ন্যায়বিচারক |
নামঃ আফিয়া আয়েশা | অর্থঃ পূণ্যবতী সমৃদ্ধশালী |
নামঃ নিশাত আনজুম | অর্থঃ আনন্দ তারা |
নামঃ আফিয়া আজিজাহ | অর্থঃ পূণ্যবতী সম্মানিত |
নামঃ আফিয়া আদিবা | অর্থঃ পূণ্যবতী কুমারী |
নামঃ আফিয়া আনজুম | অর্থঃ পূণ্যবতী তারা |
নামঃ নিশাত লুবনা | অর্থঃ আনন্দ বৃক্ষ |
নামঃ আফিয়া ইবনাত | অর্থঃ পূণ্যবতী কন্যা |
নামঃ আফিয়া আনিসা | অর্থঃ পূন্যবতী কুমারী |
নামঃ আফিয়া আনতারা | অর্থঃ পূণ্যবতী বীরাঙ্গনা |
নামঃ হোমায়রা আনজুম | অর্থঃ সুন্দরী তারা |
নামঃ আফিয়া যয়নাব | অর্থঃ পূণ্যবতী রূপসী |
নামঃ আফিয়া আয়মান | অর্থঃ পূণ্যবতী শুভ |
নামঃ আফিয়া আকিলা | অর্থঃ পূণ্যবতী বুদ্ধিমতী |
নামঃ জেবা রানা | অর্থঃ যথার্থ কামনীয় |
নামঃ আফিয়া জাহিন | অর্থঃ পূণ্যবতী বিচক্ষণ |
নামঃ আফিয়া আসিমা | অর্থঃ পূণ্যবতী সতী নারী |
নামঃ আফিয়া আফিফা | অর্থঃ পূণ্যবতী সাধ্বী |
নামঃ জেবা তাহিরা | অর্থঃ যথার্থ সতী |
নামঃ আফিয়া সাইয়ারা | অর্থঃ পূণ্যবতী তারা |
নামঃ আফিয়া নাওয়ার | অর্থঃ পূণ্যবতী ফুল |
নামঃ আফিয়া মাসুমা | অর্থঃ পূণ্যবতী নিষ্পাপ |
নামঃ জেবা ওয়াসিমা | অর্থঃ যথার্থ সুন্দর |
নামঃ আফিয়া শাহানা | অর্থঃ পূণ্যবতী রাজকুমারী |
নামঃ আফিয়া মুকারামী | অর্থঃ পূণ্যবতী সম্মানিতা |
নামঃ আফিয়া মুতাহারা | অর্থঃ পূণ্যবতী পবিত্র |
নামঃ জেবা রাইসা | অর্থঃ যথার্থ রানী |
নামঃ রানা তারাননুম | অর্থঃ সুন্দর গুঞ্জরণ |
নামঃ আফিয়া মুনাওয়ারা | অর্থঃ পূণ্যবতী দিপ্তীমান |
নামঃ আফিয়া মাসুদা | অর্থঃ পূণ্যবতী সৌভাগ্যবতী |
নামঃ জেবা শাহানা | অর্থঃ যথার্থ রাজকুমারী |
নামঃ রানা তাবাসসুম | অর্থঃ সুন্দর কমনীয় হাসি |
নামঃ আফিয়া মালিহা | অর্থঃ পূণ্যবতী রূপসী |
নামঃ সারাফ নাওয়ার | অর্থঃ গানরত ফুল |
নামঃ সালমা সাবিহা | অর্থঃ প্রশান্ত রূপসী |
নামঃ রানা সালমা | অর্থঃ সুন্দর প্রশান্ত |
নামঃ সালমা তাবাসসুম | অর্থঃ প্রশান্ত হাসি |
নামঃ সারাফ আতিকা | অর্থঃ গানরত সুন্দরী |
নামঃ জেবা সাজিদা | অর্থঃ যথার্থ ধার্মিক |
নামঃ রানা সাইদা | অর্থঃ সুন্দর নদী |
নামঃ সারাফ ওয়াসিমা | অর্থঃ গানরত সুন্দরী |
নামঃ সারাফ আনজুম | অর্থঃ গানরত তারা |
নামঃ জেবা সামিহা | অর্থঃ যথার্থ দানশীল |
নামঃ রানা আনজুম | অর্থঃ সুন্দর তারা |
নামঃ সারাফ ওয়ামিয়া | অর্থঃ গানরত বৃষ্টি |
নামঃ সারাফ আনিস | অর্থঃ গানরত কুমারী |
নামঃ জেবা তাহসিন | অর্থঃ যথার্থ সুন্দর |
নামঃ আফিয়া মুরশিদা | অর্থঃ পূণ্যবতী পথ প্রদর্শিকা |
নামঃ সারাফ রুমালী | অর্থঃ গানরত কবুতর |
নামঃ রানা ইয়াসমিন | অর্থঃ সুন্দর জেসমিন ফুল |
নামঃ জেবা মুনওয়ারা | অর্থঃ যথার্থ দীপ্তিমান |
নামঃ আফিয়া ইবনাত | অর্থঃ রূপসী কন্যা |
নামঃ যারীন আনজুম | অর্থঃ সোনালী তারা |
নামঃ সালমা ফাওজিয়াহ | অর্থঃ প্রশান্ত সফল |
নামঃ জেবা মায়মুনা | অর্থঃ যথার্থ ভাগ্যবতী |
নামঃ আনিসা শারমিলা | অর্থঃ সুন্দর লজ্জাবতী |
নামঃ যারীন আনান | অর্থঃ সোনালী মেঘ |
নামঃ সালমা ফারিহা | অর্থঃ প্রশান্ত সুখী |
নামঃ জেবা রাহাত | অর্থঃ যথার্থ শান্তি |
নামঃ আনিসা শামা | অর্থঃ সুন্দর মোমবাতী |
নামঃ যারীন ফরহাত | অর্থঃ সোনালী আনন্দ |
নামঃ সালমা আনিকা | অর্থঃ প্রশান্ত সুন্দরী |
নামঃ জেবা মুবাশশিরা | অর্থঃ যথার্থ শুভ সংবাদ |
নামঃ আনিসা রায়হানা | অর্থঃ সুন্দর সুগন্ধী ফুল |
নামঃ যারীন গাওহার | অর্থঃ সোনালী মুক্তা |
নামঃ সালমা আনজুমা | অর্থঃ প্রশান্ত তারা |
নামঃ জেবা রেজওয়ান | অর্থঃ যথার্থ সন্তোষ |
নামঃ আনিসা নাওয়ার | অর্থঃ সুন্দর ফুল |
নামঃ যারীন হাদীকা | অর্থঃ সোনালী বাগান |
নামঃ সালমা আফিয়া | অর্থঃ প্রশান্ত পূণ্যবতী |
নামঃ জেবা রামিসা | অর্থঃ যথার্থ নিরাপদ |
নামঃ আনিসা গওহর | অর্থঃ সুন্দর মুক্তা |
নামঃ যারীন মুসাররাত | অর্থঃ সোনালী আনন্দ |
নামঃ সালমা সুবাহ | অর্থঃ প্রশান্ত প্রভাত |
নামঃ জেবা মাসুমা | অর্থঃ যথার্থ নিষ্পাপ |
নামঃ আনিসা বুশরা | অর্থঃ সুন্দর শুভ নিদর্শন |
নামঃ যারীন রোশনী | অর্থঃ সোনালী আলো |
নামঃ সালমা সাবা | অর্থঃ প্রশান্ত সুবাস |
নামঃ জেবা মালিহা | অর্থঃ যথার্থ রূপসী |
নামঃ আনিসা তাবাসসুম | অর্থঃ সুন্দর হাসি |
নামঃ যারীন রাফা | অর্থঃ সোনালী সুখ |
নামঃ সালমা নাওয়ার | অর্থঃ প্রশান্ত ফুল |
নামঃ জেবা সাবিহা | অর্থঃ যথার্থ রূপসী |
নামঃ আনিসা তাহসিন | অর্থঃ সুন্দর উত্তম |
নামঃ যারীন রায়হানা | অর্থঃ সোনালী আনন্দ ফুল |
নামঃ সালমা নাবিলাহ | অর্থঃ প্রশান্ত ভদ্র |
নামঃ মাহফুজা মাসুদা | অর্থঃ নিরাপদ সৌভাগ্যবতী |
নামঃ আনিসা আতিয়া | অর্থঃ সুন্দর উপহার |
নামঃ যারীন সাদাফ | অর্থঃ সোনালী ঝিনুক |
নামঃ সালমা মালিহা | অর্থঃ প্রশান্ত সুন্দরী |
নামঃ হোমায়রা আনজুম | অর্থঃ সুন্দরী তারা |
নামঃ যারীন আতিয়া | অর্থঃ সোনালী উপহার |
নামঃ যারীন সিমা | অর্থঃ সোনালী কপাল |
নামঃ নাওশিন আনবার | অর্থঃ সুন্দর ও সুগন্ধী |
নামঃ যারীন আসিয়া | অর্থঃ সোনালী স্তম্ভ |
নামঃ যারীন সুবাহ | অর্থঃ সোনালী প্রভাত |
নামঃ সালমা মাহফুজা | অর্থঃ প্রশান্ত নিরাপদ |
নামঃ হোমায়রা আদিবা | অর্থঃ সুন্দরী শিষ্টাচারী |
নামঃ যারীন নূদার | অর্থঃ সোনালী স্বর্ণ |
নামঃ জেবা আদিবা | অর্থঃ যথার্থ শিষ্টাচারী |
নামঃ নিশাত লুবনা | অর্থঃ আনন্দ বৃক্ষ |
নামঃ জেবা আসিমা | অর্থঃ যথার্থ নারী |
নামঃ জেবা ফারিহা | অর্থঃ যথার্থ সুখী |
নামঃ জেবা আফিয়া | অর্থঃ যথার্থ পূণ্যবতী |
নামঃ আনতারা রাশিদা | অর্থঃ বীরাঙ্গনা বিদূষী |
নামঃ জেবা মালিয়াত | অর্থঃ যথার্থ সম্পদ |
নামঃ জেবা ফাওজিয়াহ | অর্থঃ যথার্থ সফল |
নামঃ জেবা আতিকা | অর্থঃ যথার্থ সুন্দর |
নামঃ আসমা মাসুদা | অর্থঃ অতুলনীয় সৌভাগ্যবতী |
নামঃ জেবা মুতাহারা | অর্থঃ যথার্থ পবিত্র |
নামঃ জেবা আনিকা | অর্থঃ যথার্থ সুন্দর |
নামঃ নাফিয়া রুমালী | অর্থঃ মূল্যবান কবুতর |
নামঃ জেবা হোমায়রা | অর্থঃ যথার্থ রূপসী |
নামঃ জেবা আতিকিয়া | অর্থঃ যথার্থ ধার্মিক |
নামঃ সালমা মাসুদা | অর্থঃ প্রশান্ত সৌভাগ্যবতী |
তো পাঠক বন্ধুরা, আশা করছি ইতিমধ্যে আমরা মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ হিসেবে যেগুলো সংযুক্ত করেছি সেগুলোর মধ্যে থেকে আপনার আদরের মেয়ের জন্য সুন্দর নামটি নির্বাচন করতে পারবেন। এখন আসুন জেনে নেই ইসলামিক নাম কেন গুরুত্বপূর্ণ এবং নাম নির্বাচন করার সময় কোন কোন বিষয় মাথায় রাখা জরুরি!
ইসলামিক নামের গুরুত্ব এবং নির্বাচন পদ্ধতি
ইসলামে একটি সুন্দর ও অর্থবহ নাম নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। নামের অর্থ সন্তানের জীবনের উপর প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করেন। এছাড়াও পূর্ববর্তী অনেক ব্যক্তিদের নামের উপর ভিত্তি করে তাদের ব্যক্তিত্বের বিষয়গুলো চিহ্নিত করে এমনটাই ধারণা করা হয়। একজন শিশুর নাম শুধু তার পরিচয় নয়, বরং এটি তার ব্যক্তিত্ব ও স্বভাবেও প্রতিফলিত হবে। এজন্য ইসলামিক নাম গুলো সাধারণত কোরআন ও হাদিস থেকে গ্রহণ করা হয় যেখানে তারা পবিত্র অর্থ বহন করে।
যাইহোক আপনি যদি আপনার সদ্য জন্ম নেওয়া বাচ্চা মেয়ে শিশুর নাম নির্ধারণ করেন সেক্ষেত্রে অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় রাখবেন। যথা –
ধর্মীয় সংযম, ইসলামিক নামগুলো কোরআন ও হাদিস থেকে নেওয়া হলে তার শিশুর জন্য বরকতময় হয় এমনটাই বিবেচনা করা হয়। তাই নাম নির্বাচনের ক্ষেত্রে এ বিষয়টি মাথায় রাখার জরুরী।
উচ্চারণের দিকে নজর। নাম সঠিকভাবে উচ্চারণ করা এবং সহীহ শুদ্ধ ভাবে ডাকা ইসলামে নির্দেশিত। তাই যদি নামের উচ্চারণ অনেক বেশি কঠিন হয় তাহলে সেটা শ্রুতি মধুর হয় না এবং উচ্চারণে জটিলতা প্রকাশ পায়। এজন্য আপনি আপনার বাচ্চা শিশুর জন্য এমন নাম নির্বাচন করবেন যেটা শুনতে সুন্দর উচ্চারণে সহজ এবং অর্থ অনেক বেশি মাধুর্যপূর্ণ।
আত্মপরিচয় এ বিষয়টি মাথায় রাখবেন নাম নির্বাচনের ক্ষেত্রে। নাম শিশুর পরিচয় একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাকে তার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় বহন করাতে সাহায্য করে। অতএব যখন নাম নির্বাচন করবেন তখন যদি এই বিষয় মাথায় থাকে সেক্ষেত্রে নামটি নির্বাচন করার সহজতরো হবে।
লেখক এর মন্তব্য: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
প্রবাসী বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url