সৌদি আরবের কন্টাক্ট পেপার চেক ২০২৪

সৌদির সর্বশেষ আদমশুমারির হিসাব অনুযায়ী, সৌদি আরবে প্রায় ২.১ মিলিয়ন বাংলাদেশি কর্মরত প্রবাসী আছে, প্রত্যেক বছর বিশাল অংকের বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসে সৌদি আরব থেকে, সৌদি আরবে থাকা প্রত্যেকটি সৌদি প্রবাসীকে সৌদি আরবের অনেক নিয়মকানুন মেনে সেই দেশে থাকতে হয়, বাংলাদেশের শ্রমিকরা সৌদি আরবের বিভিন্ন কোম্পানির সাথে বাৎসরিক চুক্তিবদ্ধতার মাধ্যমে কাজ করে থাকে। অনেক বাংলাদেশী শ্রমিকই জানে না তাদের বাৎসরিক চুক্তিপত্র কিভাবে অনলাইনে থেকে চেক করা যায়, আজকের ব্লগে আলোচনা করব সৌদি আরবে কন্টাক্ট পেপার চেক করার বিস্তারিত নিয়ে।

সৌদি আরবের কন্টাক্ট পেপার চেক ২০২৪

সৌদিতে কোম্পানির সাথে কত দিনের জন্য চুক্তিপত্র হয়ে থাকে

যেকোনো কোম্পানির জন্য কাজে যোগদান করার আগে প্রত্যেক সৌদি প্রবাসী কে একটি চুক্তিপত্র অথবা কন্টাক্ট ব্যাপারে স্বাক্ষর করতে হয়, উক্ত চুক্তিপত্রে লেখা থাকবে আপনি কোম্পানির হয়ে প্রতিদিন কত ঘন্টা কাজ করবেন, কত আপনার বেতন হবে, কতদিন পর পর ছুটি পাবেন, এবং কতদিন পর আপনি আপনার নিজ দেশে ছুটিতে যেতে পারবেন এবং কতদিনের জন্য যেতে পারবেন।

সৌদি আরবে এক এক কোম্পানির ভিন্ন ধরনের চুক্তিপত্র হয়ে থাকে, কোন কোম্পানি এক বছরের চুক্তিপত্র করে আবার কিছু কোম্পানি দুই থেকে তিন বছরের চুক্তিপত্র করে থাকে, বেশিরভাগ কোম্পানিরই দুই বছরের চুক্তিপত্র হয়ে থাকে। অনেকেই জানেন না কিভাবে কন্টাক্ট পেপার চেক করতে হয়, কন্টাক্ট পেপার চেক করতে হলে প্রথমে Qiwa তে রেজিস্ট্রেশন করতে হবে।

Qiwa রেজিস্ট্রেশন ২০২৪

মানব গবেষণা উন্নয়ন মন্ত্রণালয় সৌদি আরবের প্রবাসীদের জন্য Qiwa প্ল্যাটফর্ম চালু করেছে। সৌদি আরবে কর্মরত প্রত্যেক প্রবাসী ৪৫টি ভিন্ন পরিষেবায় উপকৃত হওয়ার জন্য Qiwa রেজিস্ট্রেশন প্রয়োজন।
Qiwa রেজিস্ট্রেশনের জন্য Absher অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন করতে যা যা প্রয়োজন :

  • Qiwa.sa সাইটে প্রবেশ করুন
  • ইকামা নাম্বার দিন
  • জন্মতারিখ নির্বাচন করুন 
  • ভেরিফিকেসন কোডটি প্রবেশ করুন (Absher রেজিস্ট্রেশন করা নাম্বারে যাবে) 
  • আপনার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে Qiwa প্লাটফর্মে সাইনআপ করুন

সৌদি আরবের কন্টাক্ট পেপার চেক ২০২৪

পরবর্তি পেইজ


  • মোবাইল নাম্বার দিন (যেটি দিয়ে কিওয়া রেজিস্ট্রেশন করতে চান)

  • Send বাটনে ক্লিক করুন 
  • কনফার্মেশন Code প্রবেশ করুন (আপনার মোবাইল নাম্বারে যাবে) 
  • আপনি Qiwa রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন 
সৌদি আরবের কন্টাক্ট পেপার চেক ২০২৪

Qiwa কন্টাক্ট পেপার চেক করার নিয়ম ২০২৪

Qiwa ব্যবহার করে  সৌদিতে কর্মরত প্রবাসীরা ৪৫টিরও বেশি সুবিধা ভোগ করতে পারে, তার মধ্যে একটি হলো কন্টাক্ট পেপার অথবা চুক্তিপত্র চেক করা ,চুক্তিপত্রটি পেতে হলে প্রথমে Qiwa তে লগইন করতে হবে ,Qiwa লগইন করতে যা যা প্রয়োজন ।


  • Qiwa login সাইটে প্রবেশ করুন

  • Iqama নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
  • ৪ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আপনার ফোনে যাবে, সেটি প্রবেশ করুন
  • ইন্ডিভিজুয়াল একাউন্টে ক্লিক করুন
  • আপনি Qiwa তে সফলভাবে লগইন করেছেন
Qiwa ব্যবহার করে  সৌদিতে কর্মরত প্রবাসীরা ৪৫টিরও বেশি সুবিধা ভোগ করতে পারে, তার মধ্যে একটি হলো কন্টাক্ট পেপার অথবা চুক্তিপত্র চেক করা ,চুক্তিপত্রটি পেতে হলে প্রথমে Qiwa তে লগইন করতে হবে ,Qiwa লগইন করতে যা যা প্রয়োজন ।  Qiwa login সাইটে প্রবেশ করুন Iqama নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ৪ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আপনার ফোনে যাবে, সেটি প্রবেশ করুন ইন্ডিভিজুয়াল একাউন্টে ক্লিক করুন আপনি Qiwa তে সফলভাবে লগইন করেছেন

কনট্যাক্ট ফরমটি ডাউনলোড করতে পরবর্তি স্টেপ গুলো অনুসরণ করুন 


  • থ্রি ডট আইকনে ক্লিক করুন

  • My current job এ ক্লিক করুন

  • Contract preview তে ক্লিক করুন

  • এখন আপনার কন্টাক্ট ফর্মটি প্রস্তুত ডাউনলোড করার জন্য

সৌদি আরবের কন্টাক্ট পেপার চেক ২০২৪

এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি আপনার সকল তথ্য দেখতে পাবেন,বেতন,কত দিনের কন্টাক্ট,কত ঘন্টা কাজ, কত দিন পর পর ছুটি ইত্যাদি।

QnA

Qiwa কি?

এটি এমন একটি প্লাটফর্ম যা বিভিন্ন প্রতিষ্ঠান গুলিকে ইলেকট্রনিক ভাবে কর্মীদের চুক্তিগুলি  তৈরি এবং নথিভুক্ত করতে দেই।

Qiwa এর উপকারিতা কি?

Qiwa বিভিন্ন সরকারি পরিষেবা প্লাটর্ফমকে একত্রিত করেছে,যার ফলে সরকারি সকল সেবা সৌদিতে থাকা নাগরিক এবং প্রবাসীরা ব্যবহার করে তাদের কাজ সহজে সম্পর্ন করতে পারে।

প্রবাসীদের জন্য Qiwa তে কয়টি সেবা আছে?

সৌদিতে কর্মরত প্রবাসীদের জন্য qiwa তে ৪৫টি সেবা রয়েছে

Qiwa কি বাধ্যতামুলক?
সৌদিতে থাকা সকল নাগরিক এবং প্রবাসীদের জন্য কিওয়া বাধ্যতামুলক

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রবাসী বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url