নতুন মোবাইল ফোন 2024
২০২৪ সাল মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের বছর হিসেবে অবস্থান করছে। বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো উন্নত প্রযুক্তি, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ক্যামেরা সহ নতুন মডেল প্রকাশ করেছে ইতোমধ্যে। তাই বলতে পারেন– স্মার্টফোনের ক্ষেত্রে এই বছরটি নতুন উদ্ভাবন এবং ভবিষ্যৎ প্রযুক্তির একটি মাইল ফলক হিসেবে চলমান রয়েছে।
আজ আমরা কথা বলব– নতুন মোবাইল ফোন 2024 নিয়ে। তাই যারা ফোন কিনতে আগ্রহী এবং ফোনের ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা ২০২৪ সালের জনপ্রিয় স্মার্ট ফোন গুলোর নাম, দাম এবং আরো বিস্তারিত জেনে নিতে পারেন।
নতুন মোবাইল ফোন 2024
২০২৪ সালে মোবাইল ফোনের ফিচার, ক্যামেরা এবং অন্যান্য আরো কিছু স্পেসিফিকেশন এর কারণে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে কয়েকটি স্মার্ট এন্ড্রয়েড ফোন। সেগুলো হলো–
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা
পিক্সেল ৮এ
রেডমি টার্বো ৩ 5G
মটোরোলা এজ ৫০ প্রো 5G
রিয়েলমি ১২ প্রো+
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা | Samsung Galaxy S24 Ultra
সবার পরিচিত একটি মোবাইল ব্র্যান্ড এর নাম samsung galaxy. যা নতুন মোবাইল ফোন 2024 এর তালিকায় সবার প্রথমে অবস্থান করছে। এটি মূলত samsung এর সর্বশেষ ফ্লাকশিপ স্মার্টফোন, যা বর্তমানে উপলব্ধ এবং গ্রাহকদের পছন্দের ফোন হিসেবে অবস্থান করছে।
স্পেসিফিকেশন
রেডমি টার্বো ৩ 5G | Redmi Turbo 3 5G
রেডমি টার্বো ৩ 5G (Redmi Turbo 3 5G) স্মার্টফোনটি রেডমি সিরিজের একটি নতুন মডেল, যা স্টাইলিশ ডিজাইন, সেরা ক্যামেরা ও হাইপার ওএস এক্সপেরিয়েন্স এর কারণে গ্রাহকদের মনে বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে। এটি এমন একটি স্মার্ট এন্ড্রয়েড ফোন যেটা redmi এর আগের মডেল গুলোর থেকে অনেক বেশি অ্যাডভান্স ও প্রফেশনাল। এর গেমিং, পারফরম্যান্স এবং ব্যাটারির আয়ু অনেক বেশি সাধারণত দ্রুতগতি এবং উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে এই ফোনটি। যে কারণে নতুন মোবাইল ফোন 2024 এর তালিকায় খুব সহজেই জায়গা নিয়ে ফেলেছে Redmi Turbo 3 5G, যার সম্ভাব্য দাম ৩৩,৯০০ টাকা বা তার বেশি।
স্পেসিফিকেশন
মটোরোলা এজ ৫০ প্রো 5G | Motorola Edge 50 Pro 5G
উন্নত ফিচার এবং দুর্দান্ত ক্যামেরার আরেকটি অত্যাধুনিক স্মার্টফোন হচ্ছে মটোরোলা এজ ৫০ প্রো 5G, যেটা অনেক বেশি ফিচার যুক্ত একটি ফোন। এর পাশাপাশি স্টাইলিশ ডিজাইন এবং আধুনিক ক্যামেরার ফিচার যুক্ত, যে কারণে ইউজারদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ২০২৪ সালে এই অ্যান্ড্রয়েড ফোনটি। যা আপনি বাজেট ফ্রেন্ডলি দামে সংগ্রহ করতে পারবেন। মূলত লেটেস্ট দাম চেক করলে জানা যায় মটোরোলা এজ ৫০ প্রো 5G এর বর্তমান প্রাইজ মাত্র ৪৫ হাজার টাকা।
স্পেসিফিকেশন
রিয়েলমি ১২ প্রো+ | Realme 12 Pro+
নতুন মোবাইল ফোন 2024 এর তালিকায় খুবই আকর্ষণীয় ডিজাইন নিয়ে হাজির হয়েছে realme ১২ pro+স্মার্ট মোবাইল ফোনটি, যেটাকে ডিজাইনার অলিভিয়া সাভিওর ডিজাইনে তৈরি প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন বলা হয়। সাধারণত ফ্লাগশিপ ক্যামেরা সেন্সর, সেরা ব্যাটারি লাইফ এবং মিড রেন্সে সেরা পারফরমেন্স এর কারণে বর্তমানে সারা জাগিয়েছে এই স্মার্টফোন। যার লেটেস্ট প্রাইজ মোটামুটি ৩৮,০০০ টাকা।
স্পেসিফিকেশন
নতুন মোবাইল ফোন 2024 দাম
উল্লেখিত মোবাইল ফোন ছাড়াও মার্কেটপ্লেসে এমন অনেক ফোন রয়েছে যেগুলো নতুন বের হয়েছে। যার মধ্যে এক একটি ফোন একেক কোম্পানির এবং একেক দামের। এজন্য আর্টিকেলের এ পর্যায়ে আমরা শুধুমাত্র মোবাইল ফোনের দাম ২০২৪ জানানোর লক্ষ্যে কিছু ফোনের নাম এবং সেগুলোর দাম সংযুক্ত করছি তালিকা আকারে। যথা –
Vivo V15 স্মার্ট ফোন– সম্ভাব্য প্রাইস ১০৫০০ টাকা।
আপেল আইফোন ৬ প্লাস– সম্ভাব্য প্রাইস ১২, ০৪৯ টাকা।
Xiaomi Mi Lite – সম্ভাব্য প্রাইস ১১,০০০ টাকা।
Sony Xperia 5 - সম্ভাব্য প্রাইস ১২,০০০ টাকা।
Oppo F15 স্মার্ট ফোন– সম্ভাব্য প্রাইস ১৯,৯১০ টাকা।
Realme c 55 স্মার্ট ফোন – সম্ভাব্য প্রাইস ১৮,৯৯৯ টাকা।
Realme Nazro N53 স্মার্টফোন–সম্ভাব্য প্রাইস ১৬,৯৯ টাকা।
Walton NEXG N25 স্মার্ট ফোন– সম্ভাব্য প্রাইস ১৪৯৯৮ টাকা।
নতুন মোবাইল ফোন 2024 vivo
আমরা সবাই কম বেশি জানি ভিভো হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্স মাল্টিন্যাশনাল কোম্পানির অন্যতম স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যা প্রতিবছর বিভিন্ন ধরনের নতুন নতুন ফিচার যুক্ত ফোন মার্কেটপ্লেস এ লঞ্চ করে। যাইহোক আপনি যদি ভিভো কোম্পানির সবচেয়ে ভালো ফোন কিনতে চান তাহলে যে দামে যে ফোনটি কিনতে পারেন সেটা হচ্ছে–
Vivo V25 5G– যার সম্ভাব্য প্রাইজ ৪৮,০০০ টাকা
Vivo Y21s – যার সম্ভাব্য প্রাইজ ১১,৪৯৯ টাকা।
Vivo Y50– যার সম্ভাব্য প্রাইজ ১০,৯০০ টাকা।
নতুন মোবাইল ফোন 2024 OPPO
বাংলাদেশের সাধারণত oppo মোবাইলের দাম শুরু হয় ৫৫০০ টাকা থেকে। ইতিমধ্যে মার্কেটপ্লেসে এমন অনেক মোবাইল ফোন এসেছে যেগুলো ক্যামেরার জন্য বিখ্যাত। এরমধ্যে oppo মোবাইল ফোনগুলো অধিক বেশি জনপ্রিয়। যাইহোক আপনি মূলত ২০২৪ সালে oppo ব্র্যান্ডের যে সকল মোবাইল ফোন গুলো কিনতে পারবেন এবং সেগুলোর দাম সাধারণত যত থেকে যত হতে পারে সেগুলো জানতে নিচের তালিকাটি লক্ষ্য করুন।
Oppo A3S 4G RAM 64GB ROM, যার সম্ভাব্য দাম ৬,৪০০ টাকা
Oppo F1 3GB RAM Mobile Phone, যার সম্ভাব্য দাম ৫,১৫০ টাকা।
Oppo A3s 4GB মোবাইল ফোন, যার সম্ভাব্য দাম ৬৫০০ টাকা।
Oppo A15 স্মার্টফোন, যার সম্ভাব্য দাম ১১৩৯৯ টাকা।
Oppo A 17, যার সম্ভাব্যতাম ১০,৯০০ টাকা।
Oppo Reno8 T স্মার্টফোন, যার সম্ভাব্য দাম ২১,০০০ টাকা
Oppo A78 স্মার্টফোন, যার সম্ভাব্য দাম ২৭৯৯০ টাকা।
Oppo Reno11 F স্মার্ট ফোন, যার সম্ভাব্যতাম ৩০,০০০ টাকা।
Oppo A3 pro অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যার সম্ভাব্য দাম ৩৫০০০ টাকা।
Oppo Reno11 স্মার্ট মোবাইল ফোন, যার দাম ৩৮৫০০ টাকা।
এছাড়াও oppo মোবাইল ব্র্যান্ডের বিভিন্ন ফোন রয়েছে, আপনি মূলত এর থেকে কম অথবা এর থেকে আরও বেশি দামের ফোন গুলো সংগ্রহ করতে পারবেন। যেগুলোতে রয়েছে আলাদা আলাদা ফিচার এবং আলাদা আলাদা সুযোগ সুবিধা।
নতুন মোবাইল ফোন 2024 রেডমি
মার্কেটপ্লেসে অনেক অনেক ফোন গুলোর মধ্যে থেকে গ্রাহকরা oppo, স্যামসাং, শাওমি রেডমি ফোনগুলো কেনার আগ্রহ প্রকাশ করেন অতিরিক্ত বেশি। আর তাই গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে আলোচনার এ পর্যায়ে আমরা কিছু রেডমী ফোনের নাম ও দাম সংযুক্ত করছি। যথা –
Xiaomi Redmi Note 13 4G, যার দাম ২২ হাজার ৫০০ টাকা।
Xiaomi Redmi Note 13 Pro, যার দাম ২৯ হাজার ৫০০ টাকা।
Xiaomi Redmi Note 11 Pro, যার দাম ২২ হাজার ৪৯৯ টাকা।
Xiaomi Redmi Note 11T 5G, যার দাম ২২ হাজার টাকা।
Xiaomi Poco M5s, যার দাম ২৫ হাজার টাকা।
Xiaomi Redmi Note 11E Pro, যার দাম ২৫ হাজার টাকা।
Xiaomi Poco X3 GT, যার দাম ২৭ হাজার টাকা।
Xiaomi Redmi Note 11 Pro+ 5G, যার দাম ২৫ হাজার ৫০০ টাকা।
তো পাঠক বন্ধুরা, নতুন মোবাইল ফোন 2024 নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। সময়ের সাথে সাথে যেহেতু প্রযুক্তির উন্নতি ঘটছে এবং মোবাইল ফোনের ডিজাইনে নতুন ট্রেড দেখা যাচ্ছে তাই পছন্দের ফোনটি কেনার পূর্বে বিস্তারিত জানুন। অতঃপর আপনার পর সিলেক্ট করুন সেরা ফোনটি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ
প্রবাসী বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url