দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে

দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে

বর্তমান সময়ে বাংলাদেশের অনেক মানুষ বিদেশে যাবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন |  প্রতিবছর বাংলাদেশ থেকে অন্যান্য দেশে অনেকেই বিভিন্ন রকম কাজের জন্য যাচ্ছেন | অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে যে কোন দেশে যেতে খরচ বেশি হয়ে থাকে |  আপনারা অনেকেই রয়েছেন যারা দুবাই রয়েছেন | তাই আপনারা সেখান থেকে ইতালিতে যেতে চান | যে কারণে আপনারা অনেকেই জানতে আগ্রহী দুবাই থেকে ইতালি যেতে কত টাকা খরচ হতে পারে সে সম্পর্কে |

এছাড়াও আপনারা যে সকল বিষয়গুলো জানতে চান | তা হলেও,  দুবাই  থেকে ইতালি যেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, ইতালির মাসিক বেতন কেমন, ইতালিতে কোন কাজের চাহিদা বেশি, ইতালির মুদ্রার মান কেমন ইত্যাদি |  তো চলুন এইসব বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক |

দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে

দুবাই থেকে যদি আপনি ইতালিতে যেতে চান সে ক্ষেত্রে সাধারণত খরচ হবে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা | কিছু কিছু ক্ষেত্রে সামান্য পরিমাণ  টাকা কম অথবা বেশি খরচ হতে পারে | আপনারা বাংলাদেশ থেকে ইতালির ভিসা সহজে নিতে পারেন না | কিন্তু দুবাই থেকে আপনারা খুব সহজেই ইতালির ভিসা নিতে পারবেন এবং বাংলাদেশের তুলনায় অনেক কম  টাকায় |

দুবাই থেকে ইতালি যেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়

ইতালি যেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়

আমরা সকলেই জানি বর্তমান সময়ে অনেকেই ইতালিতে বিভিন্ন কাজের জন্য যেতে আগ্রহী | কারণ সেখানেই কাজ করে জীবন  যাত্রার মান খুবই উন্নতমানের করা সম্ভব | তাই বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে প্রতিবছর ইত্যাদিতে পাড়ি জমাচ্ছেন হাজারো মানুষ | বাংলাদেশের অনেক মানুষ অথবা পার্শ্ববর্তী দেশের অনেকেই দুবাই থাকেন | যারা সেখান থেকে ইতালিতে যেতে চান | তো আপনারা যদি  ইতালিতে যেতে চান তাহলে যে সকল ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন হবে তা হলো |


  •  একটি বৈধ পাসপোর্ট এর প্রয়োজন হবে | এবং পাসপোর্টে মেয়াদ অবশ্যই থাকতে হবে |

  •  এন আই ডি কার্ড ফটোকপি এর প্রয়োজন হবে |

  •  এছাড়াও আপনার ছবির প্রয়োজন হবে |

  •  ব্যাংক স্টেটমেন্ট |

  •  আপনি দুবাই রয়েছেন কতদিন ধরে রয়েছেন, সেখানে কি কাজ করেন এমন একটি ডকুমেন্টস এর প্রয়োজন হবে | যেটা অবশ্যই সত্য এবং গ্রহণযোগ্যতা সম্পন্ন ডকুমেন্ট হতে হবে |

  •  এছাড়াও একটি কভার লেটার এর প্রয়োজন হবে |

  •  আপনি যদি কখনো আগে ইতালিতে গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পূর্বের  ভিসার ফটোকপির প্রয়োজন হবে |

  •  এছাড়াও অন্যান্য ডকুমেন্টস প্রয়োজন হতে পারে | আপনি যাদের মাধ্যমে যাবেন তারা আপনাকে এ সম্পর্কে আরো বিস্তারিত জানিয়ে দেবে |


ইতালিতে কোন কাজগুলো চাহিদা বেশি

যারা ইতালি যেতে চান বিশেষ করে তারা জানতে চান সে দেশে গিয়ে কেমন ধরনের কাজ করবেন | অথবা সেই দেশটিতে কোন কাজ  গুলোর চাহিদা বেশি রয়েছে | কেননা যে সকল কাজগুলো চাহিদা বেশি হয়েছে সেই সকল কাজগুলো জানার পরেই সে দেশে যাওয়া উচিত | সে ক্ষেত্রে  আপনি অনেক রকম সুযোগ সুবিধা পাবেন | ইতালিতে যে সকল কাজের চাহিদা বেশি হয়েছে | তা হলো,


  •  কনস্ট্রাকশন

  •  ক্লিনার

  •  জাহাজ শিল্প

  •  খাবার ডেলিভারি

  •  রেস্টুরেন্ট

  •  মোবাইল বা কম্পিউটার মেকানিক্যাল

  •  ড্রাইভিং

দুবাই থেকে ইতালি ভিসা কত প্রকার


দুবাই উন্নত একটি রাষ্ট্র | এ দেশটি থেকে আপনারা বিভিন্ন দেশে যেতে পারবেন খুব সহজেই | তার মধ্যে আপনারা ইতালির মত একটি দেশেও খুব সহজেই যেতে পারবেন | বাংলাদেশের অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছে দুবাইয়ে | যারা এ দেশটি থেকে ইতালিতে যেতে চান | তাই আপনাদের জানা উচিত আপনারা দুবাই থেকে ইতালিতে কিভাবে যাবেন এবং ভিসা কত প্রকার হয়েছে | দুবাই থেকে ইতালি যাবার ভিসা বেশ কয়েক প্রকার  আছে | যেমন,


  •  কৃষি ভিসা

  •  ফ্যামিলি ভিসা বা টুরিস্ট ভিসা

  •  স্টুডেন্ট ভিসা

  •  ব্যবসায়িক ভিসা

  •  কাজের ভিসা ইত্যাদি

ইতালির মাসিক বেতন কত

ইতালিতে কাজ করতে যাবার পূর্বে অবশ্যই আপনাদের জানা উচিত সেখানে একজন শ্রমিক কাজ করে প্রতিমাসে কত টাকা আয় করতে পারে | যেহেতু আপনারা জীবিকা নির্বাহের জন্য সেখানে যাচ্ছেন সুতরাং বেতন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ |


 ইতালিতে একজন শ্রমিক কাজ করে প্রতি মাসে ৮০ হাজার থেকে আড়াই লক্ষ টাকা বা তারও বেশি আয় করতে পারবেন | তবে জেনে রাখা উচিত,  কাজের উপর নির্ভর করে এবং দক্ষতার উপর নির্ভর করে এছাড়াও বিভিন্ন কোম্পানির উপর নির্ভর করে বেতন কমবেশি হয়ে থাকে |  এক একটি ক্ষেত্রে  ভিন্ন ভিন্ন রকম বেতন নির্ধারণ করা হতে পারে | সুতরাং যাওয়ার পূর্বে আপনারা জেনে যাবেন সেখানে গিয়ে আপনারা কি কাজ করবেন এবং আপনার বেতন কেমন হতে পারে |

দুবাই থেকে ইতালি যাওয়ার পদ্ধতি

দুবাই থেকে  ইতালি যেতে চাইলে অবশ্যই আপনাকে দুবাইয়ে সর্বনিম্ন এক বছর অবস্থান করতে হবে | অতঃপর আপনি ইতালি যাওয়ার জন্য আবেদন করতে পারবেন | যদি আপনি দুবাইয়ে অবস্থান না করেন সে ক্ষেত্রে আপনি দুবাই থেকে ইতালিতে যেতে পারবেন না |


 আপনি ডুবাই যে বিষয়ে যান না কেন সেখান থেকে ইতালিতে কাজের বিষয়ে যেতে চাইলে সর্বপ্রথম আপনাকে  দুবাইয়ে আপনার ভিসা থেকে কাজের ভিসাতে কনভার্ট করে নিতে হবে | তারপর সেখানে এক বছর আপনাকে থাকতে হবে | তারপর আপনি  ইতালির জন্য আবেদন করবেন | আপনি সেখান থেকে নরমাল ভিসা এবং কাজের ভিসা এর মাধ্যমে ইতালি যেতে পারেন | আর ইতালি যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন যে সকল ডকুমেন্টগুলো দরকার সবগুলো সঠিক থাকতে হবে | তবে আপনি দুবাই থেকে ইতালি যেতে পারবেন |

দুবাই থেকে ইতালির দূরত্ব কত

দুবাই থেকে ইতালির দূরত্ব আমরা খুব সহজে গুগল ম্যাপের মাধ্যমে দেখে নিতে পারি |  দুবাই থেকে ইতালির দূরত্ব ৬২৭৭ কিলোমিটার | দুবাই থেকে  ইতালি যেতে সাত থেকে আট ঘন্টা সময় লাগতে পারে | যদি সরাসরি ফ্লাইট এ যান সে ক্ষেত্রে ৬ ঘন্টা সময় লাগবে | তবে বাতাসের গতিবেগের ওপর নির্ভর করেও বিমান পৌঁছানোর সময় কম অথবা বেশি হতে পারে |

ইতালির এক টাকা সমান বাংলাদেশের কত টাকা

ইতালির মুদ্রার নাম ইউরো | বাংলাদেশের মুদ্রার নাম যেমন টাকা সেভাবে ইতালির মুদ্রার নামও ইউরো | আর আমরা জানি ইউরো এর মান বাংলাদেশের  মুদ্রার চেয়ে অনেক বেশি | ইতালির এক মুদ্রা সমান বাংলাদেশের ১৩২ টাকা | এ থেকে আমরা বুঝতে পারছি ইতালির মুদ্রার মান কতটা বেশি |


 তবে মুদ্রার মান সব সময় একই রকম থাকে না | মুদ্রার মান পরিবর্তনশীল | এখন যেমন এক ইউরো সমান ১৩২ টাকা | কিছু সময় পর  1 ইউরো সমান ১৩০ টাকা, অথবা ১২৮ টাকা, অথবা ১৩৪ টাকা | এমন পরিবর্তন হতে পারে | সুতরাং আপনারা গুগল থেকে সর্বসময় আপডেট তথ্য দেখে নিতে পারবেন |


জার্মানি কাজের ভিসা সম্প্রর্কে বিস্তারিত তথ্য জানতে

প্রশ্ন :- দুবাই থেকে কি ইতালি যাওয়া সম্ভব?

উত্তর :- দুবাই থেকে ইতালি যাওয়া সম্ভব |

প্রশ্ন :- দুবাই থেকে ইতালি যাওয়ার খরচ কত?

উত্তর :- দুবাই থেকে ইতালি যেতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা |

প্রশ্ন :- ইতালি যেতে হলে দুবাইয়ে কতদিন অবস্থান করতে হবে?

 উত্তর :- এক বছর বা তার অধিক |

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রবাসী বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url