বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ ২০২৪ এর সময় সূচি
বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে ১৯৮৬ সাল থেকে ওডিআই ম্যাচ খেলে আসছে। এ দুটি দল এ পর্যন্ত ৩৪ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচ এবং পাকিস্তান জিতেছে ৩১ টি ম্যাচ।
দুদিন আগে পাকিস্তানের মাটিতে পা দিয়েছে জুনিয়র টাইগাররা। পাকিস্তানিরা সঙ্গে চারদিনের দুটি ও একদিনের তিনটি ম্যাচ খেলবে যুবারা। এবার যাচ্ছেন সিনিয়র টাইগাররা। পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট সিরিজ খেলবে সান্তবাহিনী। ২০২০ সালের পর পাকিস্তানে এটি বাংলাদেশের প্রথম বিপাক্ষিক সিরিজ হতে যাচ্ছে।এ সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
সিরিজে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ আগস্ট। সৃষ্টির সামনে রেখে নতুন ছুটি অনুযায়ী সোমবার ১৩ আগস্ট সকালে লহরে পৌঁছেছে বাংলাদেশ টিম ।১৬ আগস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবেন টাইগার ক্রিকেটাররা। পরে শতরা আগস্ট ইসলামাবাদে যাবেন সান্তরা। সেখানে দিন দিন অনুশীলনের পর শুরু হবে প্রথম টেস্ট। পরে ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
এদিকে আগের ছুটি অনুযায়ী ১৭ আগস্ট পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের । তবে বাংলাদেশ সরকার পতনের প্রেক্ষাপটে ভালো অনুশীলন না হওয়ায় তিন দিন আগেই দেশটিতে যাচ্ছেন টাইগাররা। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুরোধ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবির) কাছে।
প্রয়োজনে চার পেসার খেলানো হবে বাংলাদেশ
পরিস্থিতি বিবেচনায় রেখে পাকিস্তানের বিপক্ষে চার পেসারও খেলাতে পারে বাংলাদেশ ।
বলেছেন দলের স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ। বিদেশের মাটিতে টেস্ট জিতানোর মত পেসার দলে আছেন এবং তারা আরো পরিণত হচ্ছেন বলেও মনে করেন সাবেক এই পাকিস্তানী লেগ স্পিনার ।
দেশের বাইরে ম্যাচ জিততে পেসার বলারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। তবে বাংলাদেশ দলে চার পেসার খেলানোর ঘটনা বিরলই বলতে হয়।সর্বশেষ বাংলাদেশ দলে ৪ জন স্বীকৃত পেইসার দেখা গিয়েছিল ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে । ২১ আগস্ট শুরু হতে যাওয়া রাউল পিন্ডি টেস্টেও সেরকম কিছু দেখা যেতে পারে বলে জানিয়েছেন মোস্তাক আহমেদ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল প্রচন্ড গরমের মধ্যেই তিন ঘন্টার অনুশীলনের পর সাংবাদিকদের স্পিনকোচ বলেছেন এখানে কন্ডিশনার উপর নির্ভর করছে সবকিছু। কন্ডিশন যেমন হবে সেভাবে প্রস্তুত হয়ে আমরা মাঠে নামবো ,যদি উইকেটে গাছ থাকে আমরা চার পেসার নামিয়ে দেব, আমাদের বেশ ভালো কয়েকজন প্রেসার বোলার রয়েছে।
পাকিস্তান সিরিজে বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা
নাজমুল হোসেন (শান্ত অধিনায়ক)
সাকিব আল হাসান
মুশফিকুর রহিম
লিটন কুমার দাস
মমিনুল হক
মেহেদী হাসান মিরাজ
তাইজুল ইসলাম
জাকির হাসান
সাদমান ইসলাম
মাহ মাহমুদুল হাসান জয়
নাঈম হাসান
নাহিদ রানা
তাসকিন আহমেদ
হাসান মাহমুদ
শরিফুল ইসলাম
খালেদ আহমেদ
প্রবাসী বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url